গোলাম রাব্বীকে নির্যাতন, এসআই মাসুদ সাময়িক বরখাস্ত
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনের অভিযোগে প্রত্যাহার হওয়া উপপরিদর্শক (এসআই ) মাসুদ শিকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মারুফ হোসেন সরদার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এসআই মাসুদের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি প্রাথমিকভাবে এসআইয়ের বিরুদ্ধে এই অভিযোগের প্রমাণ পেয়েছে। তাই কর্তৃপক্ষ তাঁকে সাময়িক বরখাস্ত করেছে।
বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়, গত ৯ জানুয়ারি রাতে ক্রসফায়ারের হুমকি দিয়ে মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদার টাকা দাবি করে পুলিশ ভ্যানে তুলে নিয়ে নির্যাতন করে বলে অভিযোগ করেন বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা গোলাম রাব্বী। তাঁর কাছে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করা হয়। টাকা না দেওয়ায় তাঁকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে নির্যাতন করা হয়। এরপর প্রায় সাড়ে তিন ঘণ্টা পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। নির্যাতনের শিকার ওই ব্যাংক কর্মকর্তা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গোলাম রাব্বী ১০ জানুয়ারি সকালে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেন। পরে নির্যাতনের ঘটনায় ১১ জানুয়ারি মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদারকে প্রত্যাহার করে নেওয়া হয়।
বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের সাবেক সংবাদপাঠক ও উপস্থাপক গোলাম রাব্বীকে নির্যাতনের খবর সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিক্ষোভ দেখা দিয়েছে। এসআই মাসুদকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
ব্যাংক কর্মকর্তাকে নির্যাতন নিয়ে আলোড়নের মধ্যেই পুলিশের বিরুদ্ধে যাত্রাবাড়ীতে গতকাল শুক্রবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতা বিভাগের পরিদর্শক বিকাশ চন্দ্র দাসকে মারধরের অভিযোগ উঠেছে।