যে কারণে ফিলিস্তিনে যাচ্ছেন বাইডেন
মধ্যপ্রাচ্য সফরের দ্বিতীয় দফায় সৌদি আরব যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ফিলিস্তিনে যাবেন বলে আশা করা যাচ্ছে। তবে, এই সফরে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে শান্তি পরিকল্পনা নিয়ে আসেননি তিনি। বাইডেন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই কর্মকর্তা জানান, বাইডেন তাঁর মধ্যপ্রাচ্য সফরের প্রথম ধাপে শুক্রবার পশ্চিম তীর পরিদর্শন করেছেন।
প্রতিবেদন বলছে, বাইডেনের এই সফরে কয়েক দশক ধরে চলা সংঘাতের দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য তাঁর সমর্থন জানাবেন। এ ছড়া তিনি ফিলিস্তিনিদের জন্য অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তার একটি নতুন প্যাকেজ উন্মোচন করবেন। তবে, বড় ধরনের কোনো রাজনৈতিক অগ্রগতির প্রত্যাশা নেই।
কর্মকর্তা আরও জানান, ‘এটা বাস্তবতা যে, আমরা সচেতনভাবেই সেখানে বড় কোনো পরিকল্পনা নিয়ে আসিনি। তবে, আমরা সব সময় বলেছি যে, তাঁরা যদি নিজেদের মধ্যে কথা বলতে চায়, তবে আমরা তাদের পাশে থাকব। আমরা মনে করি, তাদের সেটা করা উচিত।’
বাইডেন এই সফরের দ্বিতীয় দফায় সৌদি আরবে যাওয়ার আগে বেথেলহেমে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাসের সঙ্গে দেখা করবেন বলে জানান মার্কিন প্রশাসনের ওই কর্মকর্তা।