ইউক্রেনের দনবাসে ২ মার্কিন নাগরিক নিহত
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইউক্রেনের দনবাসে অঞ্চলে দুজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে আজ শনিবার এ তথ্য জানানো হয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘ইউক্রেনের দনবাস অঞ্চলে দুজন মার্কিন নাগরিকের মৃত্যুর বিষয়ে আমরা নিশ্চিত তথ্য পেয়েছি। দুজনের পরিবারের সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি, আন্তরিক সহমর্মিতা জানানোসহ আমরা সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করছি। কঠিন সময়ে আমরা পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।’
ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে এ পর্যন্ত অন্তত আরও দুজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে।