আরোপিত ক্ষমতাগুলো সঠিকভাবে ব্যবহার করব : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমাদের ক্ষমতার খুব একটা ঘাটতি দেখছি না। ক্ষমতার খুব একটা অভাব আছে, এটা ফিল করছি না। আমাদের ওপর আরোপিত ক্ষমতাগুলো সঠিকভাবে ব্যবহার করব।
নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আজ রোববার জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সঙ্গে সংলাপে সিইসি এ কথা বলেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘কোনো দলকে ভোটে আনতে ইসি বাধ্য করতে পারে না, এটা তাদের দায়িত্বও নয়। তবে, অংশগ্রহণমূলক ভোটের জন্য সব দলকে আহ্বান করে যাব। আইন-বিধি প্রয়োগে কঠোর অবস্থানে থাকব আমরা।’
হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা সবাইকে আহ্বান করব—আপনারা আসেন। নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয়। শাসক দলকে বলতে শুনেছি—আমরা ওদেরকে নিয়ে নির্বাচন করতে চাচ্ছি। আমরা সুষ্পষ্টভাবে বলেছি—আমরা কাউকে বাধ্য করতে পারব না, সেটা আমাদের দায়িত্বও নয়। আমাদের দায়িত্ব সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য সবাইকে আহ্বান করা।’
সিইসি জানান, ‘বিদেশি কূটনীতিকদের দুটি গ্রুপ কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। তবে, কোনো ধরনের কোনো পরামর্শ দেয়নি। এটা তারা আগের কমিশনের মতোই ধারাবাহিকতা অনুসরণে ইসির সঙ্গে সাক্ষাত করেছেন।’
ক্ষমতার প্রয়োগের বিষয়ে সিইসি বলেন, ‘নির্বাচনের সময় বিধিবিধানগুলো কঠোরভাবে প্রয়োগ করতে হবে। সে সময় ইসির দৃষ্টিভঙ্গি শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচনের জন্য কঠোর হতে পারে। নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিতে ব্যবস্থা নেবে ইসি।’
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘সবাই যেন নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, আমাদের দায়িত্ব মূলত একটাই। খুব বেশি দায়িত্ব আমাদের না। এ দায়িত্ব পালন করতে গিয়ে প্রাসঙ্গিক বিষয়গুলো আসবে।’
সহিংতা রোধে সবার সহযোগিতা চেয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচনে অনেক সময় সহিংস হয়ে পড়ি অথবা অসংযত হয়ে পড়ি। আপনাদের সহায়তা চাইব—ভোটার যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে। কাকে ভোট দিল, কাকে দিল না; এটা মাথা ব্যথার বিষয় না। এ বিষয়ে সবার সহযোগিতা চাইব। সহযোগিতা পেলে কঠিন কাজও অসাধ্য নয়।’