বায়ার্নের দর্শনের সঙ্গে মানানসই নন রোনালদো!
বায়ার্ন মিউনিখের প্রধান নির্বাহী অলিভার কান আজ বুধবার বলেছেন, ট্রান্সফার মার্কেটে ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পদক্ষেপ নেওয়া ক্লাবের ‘দর্শন’-এর সঙ্গে খাপ খায় না। রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যেতে চান। যদিও রেড ডেভিলসদের ম্যানেজার এরিক টেন হ্যাগ জোর দিয়ে বলেছেন, পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী বিক্রির জন্য নয়।
টেন হ্যাগের সঙ্গে আলোচনার জন্য গতকাল ওল্ড ট্র্যাফোর্ডে গেছেন রোনালদো। কিন্তু বায়ার্নসহ ইউরোপের শীর্ষ ক্লাবগুলো পর্তুগিজ তারকাকে নেওয়ার কথা বলছে।
জার্মান দৈনিক বিল্ডকে কান বলেন, ‘আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি, ব্যক্তিগতভাবে আমি মনে করি ক্রিস্টিয়ানো রোনালদো সর্বকালের সেরা ফুটবলারদের একজন। আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, তাকে সম্মান করেই বলছি, তিনি এই মুহূর্তে আমাদের দর্শনের সঙ্গে মানানসই হবেন না।’
৩৭ বছর বয়সী রোনালদোর সঙ্গে ইউনাইটেডের চুক্তি মাত্র এক বছর বাকি। অবশ্য চ্যাম্পিয়নস লিগে খেলার জন্য মরিয়া তিনি।
ম্যান ইউ গত মৌসুমে ভালো খেলেছিলেন। অবশ্য ম্যান ইউ প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থান অর্জন করেছে।
বায়ার্ন এই মাসের শুরুতে রবার্ট লেভান্দোস্কিকে ছেড়ে দিয়েছে। তিনি বার্সেলোনায় গেছেন।
এদিকে অ্যাথলেটিকো মাদ্রিদের সমর্থকরা রোনালদোকে প্রত্যাখ্যান করেছেন। তিনি নাকি দলটির মূল্যবোধের বিরোধী।
এদিকে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে আলোচনার জন্য গেছেন। ম্যানেজার এরিক টেন হ্যাগের সঙ্গে আলোচনার জন্য যান। ব্যক্তিগত কারণে থাইল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় ক্লাবের প্রাক-মৌসুম সফরে যাননি তিনি। তিনি তাঁর এজেন্ট জর্জ মেন্ডেসের সঙ্গে যান। ক্লাবটির সাবেক ম্যানেজার অ্যালেক্স ফার্গুসনকেও যেতে দেখা গেছে।
ম্যান ইউর নতুন ম্যানেজার টেন হ্যাগ এই মাসের শুরুতে বলেছিলেন যে রোনালদো ‘বিক্রয়ের জন্য নয়’।
তিনি বলেন, ‘আমরা এই মৌসুমের জন্য রোনালদোকে নিয়ে পরিকল্পনা করছি, এটিই হয়েছে এবং আমি তার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।’