এশিয়া কাপ : মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান
এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান। আজ বুধবার সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে লড়াইয়ে নামছে তারা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
আজ জিতলে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে পাকিস্তান। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে হারায় তারা। তাই সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের আত্মবিশ্বাস অনেকটাই তুঙ্গে।
আফগানিস্তান যে খুব একটা খারাপ খেলছে, তা বলা যাবে না। বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ পর্বের সেরা দল হয়েই সুপার ফোরে ওঠে তারা। অবশ্য দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যায়। তাই ফাইনালে ওঠার জন্য এই ম্যাচটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে মাত্র দুবার মুখোমুখি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। দুবারই জয় পেয়েছে পাকিস্তান।
আর এশিয়া কাপে দুবার লড়াই করে এই দুদল। ওয়ানডে ফরম্যাটের এই লড়াইয়েও জিতেছিল পাকিস্তান। এবার কেমন করে ক্রিকেটে নবীন সদস্য দেশটি, সেটাই এখন দেখার।
পাকিস্তান দল : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), হাসান আলী, নাসিম শাহ, শাহনেওয়াজ দাহানি, মোহাম্মদ হাসনাইন ও উসমান কাদির।
আফগানিস্তান দল : মোহাম্মদ নবী (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, আফসার জাজাই, আসমতউল্লাহ ওমরজাই, ফরিদ আহমদ, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ফজলহক ফারুকী, হাসমতউল্লাহ শাহীদি, হযরতউল্লাহ জাজাই, ইবরাহিম জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নাভিন উল হক, নূর আহমদ, রশিদ খান ও সামিউল্লাহ শেনওয়ারি।