১৩ বছর পর ঢাকায় গাইবেন কবির সুমন
ঠিক ১৩ বছর পর আবার ঢাকার মঞ্চে গাইতে যাচ্ছেন কলকাতার নন্দিত গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক কবির সুমন।
জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘করিব সুমন লাইভ ইন ঢাকা ২০২২’ শিরোনামে ১৫ অক্টোবর থেকে এক সপ্তাহের সংগীত উৎসবে সামিল হবেন এই সংগীতজ্ঞ।
এই আয়োজনটি করেছে পিপহোল ইভেন্ট ম্যানেজমেন্ট। প্রতিষ্ঠানটির অন্যতম অংশীদার ফুয়াদ বিন ওমর জানিয়েছেন, ‘আমরা অনুমতির জন্য আবেদন করেছি এবং অপেক্ষা করছি। মন্ত্রণালয় অনুমতি দিয়ে দিলেই আমরা টিকেট ছাড়ব।’
জানা গেছে, ১৫ অক্টোবর সুমন গাইবেন আধুনিক বাংলা গান। ১৮ অক্টোবর বাংলাদেশে প্রথম বারের মতো সুমন গাইবেন তাঁর লেখা আধুনিক বাংলা খেয়াল। আর ২১ অক্টোবর আধুনিক বাংলা গান গাইবেন সুমন। সবগুলো অনুষ্ঠানে যে কেউ ই-টিকেট কেটে যেতে পারবেন।