ইংল্যান্ড-জার্মানির রুদ্ধশ্বাস ম্যাচ দেখল বিশ্ব
উয়েফা নেশনস লিগে দারুণ একটি ম্যাচ দেখল ফুটবলপ্রেমীরা। ওয়েম্বলিতে ইংল্যান্ড ও জার্মানির মধ্যকার ম্যাচে জেতেনি কোনো দলই। ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়।
তাই মূলপর্বে যেতে ব্যর্থ হয়েছে দুই দলই। ম্যাচের প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়র্ধে ছিল যত উত্তেজনা।
ম্যাচের গোলের সূচনা হয় পেনাল্টিতে। দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি পায় জার্মানি। ৫২ মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন ইকে গুন্ডোগানের। ৬৭ মিনিটে জার্মানির হয়ে ব্যবধান দ্বিগুণ করেন কাই হাভার্ৎজ।
দ্রুতই ম্যাচে ফিরে ইংল্যান্ড। ৪ মিনিটের ব্যবধানে দুটি গোল করেন লুকা শ এবং মেসন মাউন্ট। সমতায় ফিরে ইংল্যান্ড। ম্যাচ আরও জমে ওঠে ৮৩ মিনিটে। পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন হ্যারি কেন।
ওয়েম্বলিতে ততক্ষণে জয়ের উল্লাস। তবে নাটকের তখনও বাকি। নির্ধারিত সময়ের ৩ মিনিট আগে তৃতীয় গোল করে জার্মানি। এবারও কাই হাভার্ৎজ। তাঁর জোড়া গোলে ৩-৩ স্কোরে মাঠ ছাড়ে জার্মানি।
আসরে এখন পর্যন্ত সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে ইতালি, নেদারল্যান্ডস এবং ক্রোয়েশিয়া। বাকি কোন দল উঠে সেটাই দেখার।
৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তিনে জার্মানি। তিন ড্রয়ে ইংল্যান্ডের পয়েন্ট ৩। ‘এ’ লিগে ওয়েলসের পর কেবল তারাই কোনো জয় পায়নি।