রংপুরের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের প্রথম দিনই নিজেদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ শুক্রবার (৬ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে ইমরুল কায়েসের দল।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটিতে রংপুরের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিংয়ে নিয়েছে কুমিল্লা। ম্যাচ শুরু হয়েছে সন্ধ্যা ৭টায়।
আজ দিনের প্রথম ম্যাচে লড়েছে সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। লো স্কোরিং ম্যাচটিতে চট্টগ্রামকে ৮ উইকেটে হারিয়ে পয়েন্টের খাতা খুলেছে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট।
ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেটে ৩ ধাপে অনুষ্ঠিত হবে এবারের টুর্নামেন্ট। ফাইনাল মাঠে গড়াবে ১৬ ফেব্রুয়ারি। বিপিএলের নতুন সূচি অনুযায়ী শুক্রবারের প্রথম ম্যাচ দুপুর ২টায় ও পরেরটি শুরু সন্ধ্যা ৭টায়। বাকি ছয় দিন প্রথম ম্যাচ মাঠে গড়াবে দুপুর দেড়টায় এবং পরেরটি সন্ধ্যা সাড়ে ৬টায়।
বিপিএলকে কেন্দ্র করে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর- এই সাতটি দলে ভাগ হয়ে যাবে দেশের ক্রিকেট ভক্তরা। ৪০ দিন ধরে চলবে এই আঞ্চলিকতার লড়াই।
এর আগে বিপিএলের আটটি আসরে শিরোপা গিয়েছে চারটি শহরে। ঢাকা ও কুমিল্লা পেয়েছে তিনটি করে শিরোপা। একবার করে ট্রফি উঁচিয়ে ধরেছে রংপুর ও এবারের আসরে দল না পাওয়া রাজশাহী। এবার নবম আসরে চ্যাম্পিয়নের মুকুট ওঠে কার মাথায় সেটা দেখার অপেক্ষা।