তামিমদের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে নাসিরের ঢাকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিনে আজ শনিবার লড়াই করবে চারটি দল। এর মধ্যে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ডমিনেটর্স ও খুলনা টাইগার্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটিতে টসে জিতে খুলনার বিপক্ষে আগে ফিল্ডিং নিয়েছে ঢাকা।
এবারের আসরে রাজধানীর দলটিকে নেতৃত্ব দিচ্ছেন নাসির হোসেন। অন্যদিকে খুলনার নেতৃত্বের ভার পড়েছে ইয়াসির আলি রাব্বির কাঁধে। এই দলে তামিম ইকবাল আইকন হলেও নেতৃত্ব দেবেন রাব্বি।
বিপিএলের দ্বিতীয় দিনের খেলাতেও সময়ের পরিবর্তন আনা হয়েছে। দিনের প্রথম ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল, দুপুর দেড়টায়। সেই অনুযায়ী, টস গড়ানোর কথা ১টায়। কিন্তু ঘন কুয়াশায় সেটা সম্ভব হয়নি। আধা ঘণ্টা পিছিয়ে দিয়ে টস হয়েছে দেড়টায়, ম্যাচ শুরুর সময় দুপুর ২টায়।
আজ দিনের আরেক ম্যাচে নিজেদের মিশন শুরু করবে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্স, যারা গতকাল প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় নিয়ে আসর শুরু করেছে। প্রথম ম্যাচে রীতিমতো উড়িয়ে দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। এবার সেই ছন্দ ধরে রাখার লক্ষ্য মাশরাফীরদের।
অন্যদিকে আসরের শুভসূচনা করতে চায় বরিশালও। তবে মাঠের লড়াইয়ে জিতে কারা ফল নিজেদের পক্ষ্যে আনতে পারে সেটাই দেখার বিষয়।