সিলেটের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করাল ঢাকা
টানা হারে ঢাকা ক্যাপিটালসের অবস্থা বেহাল। বিপিএলে এখনও জয়ের দেখা পায়নি দলটি। আজ শুক্রবার (১০ জানুয়ারি) সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছে দলটি। টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় ঢাকা। ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করে ১৯৩ রান।
ছন্দ খুঁজে পেয়েছেন ঢাকার ওপেনার লিটন কুমার দাস। ৪৩ বলে ৭৩ রানে চমৎকার এক ইনিংস উপহার দেন তিনি। রাকিম কর্নওয়ালের বলে লেগ বিফোর হওয়ার আগে লিটন ইনিংস সাজান ১০টি চার ও একটি ছয়ে। অপর ওপেনার তানজিদ তামিমকেও ফেরান রাকিম। জাকের আলীর ক্যাচে পরিণত হওয়া তামিম করেন চার বলে ছয়।
ওয়ানডাউনে নেমে অর্ধশতক তুলে নেন মুনীম শাহরিয়ার। ৪৭ বলে ৫২ রান আসে মুনীমের ব্যাট থেকে। তাকেও সাজঘেরে ফেরান রাকিম। শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট হারায় ঢাকা। শেষ ১১ রানে তিন উইকেট এবং শেষ ওভারে ঢাকা হারায় দুই ব্যাটারকে। তাই ২০০ রান করার সম্ভাবনা জাগিয়েও থামতে হয় ১৯৩ রানে।
সিলেটের পক্ষে চার ওভারে ২৭ রানে তিন উইকেট নেন রাকিম। একটি করে উইকেট পান তানজিম সাকিব ও রিচি টপলি।