সমালোচনা ছাপিয়ে জয়ের নায়ক নাসির
ম্যাচের আগেরদিন সাংবাদিকের সঙ্গে ঠাট্টা-তামাশা করে আলোচনায় ছিলেন ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক নাসির হোসেন। গত আসর খেলতেই পারেননি, সেখান থেকে সরাসরি অধিনায়কত্ব! সবমিলিয়ে আলোচনায় ছিলেন। তবে এসব ছাপিয়ে মাঠের খেলায় নাসির খেললেন অধিনায়কের মতোই।
খুলনা টাইগার্সের বিপক্ষে প্রথম ম্যাচে ঢাকার জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন নাসির। বল হাতে ৪ ওভারে ২৯ রানে ২ উইকেট, ব্যাটিংয়ে ৩৬ বলে অপরাজিত ৩৬ রান। হয়েছেন ম্যাচসেরা।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নাসির জানান, ‘এটা সত্যিই অনেক ভালো লাগার। শুরু থেকে আত্মবিশ্বাস ছিল। কাজে লাগাতে পেরে ভালো লেগেছে। দলের জয়ে ভূমিকা রাখতে পারলে ভালো লাগবে এটাই স্বাভাবিক।’
নাসিরের পারফরম্যান্সের পাশাপাশি উঠে আসে সৌম্য সরকারের আউট-নটআউট কাণ্ড। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রথমে মজার ছলেই নাসির বলেন, ‘খুলনার জায়গায় আমরা ফিল্ডিংয়ে থাকলে আমাদের কাছেও ভালো লাগতো না। তবে আমরা যেহেতু ব্যাটিংয়ে ছিলাম, আমাদের কাছে ঠিক আছে।’
হাসতে হাসতে বললেও পরক্ষণেই বাস্তবতায় ফিরে আসেন নাসির। স্বীকার করে নেন বিপিএলের সীমাবদ্ধতা ও অসাম্যঞ্জস্যতা।
আম্পায়ারিং নিয়ে ঢাকা অধিনায়কের মতামত, ‘আম্পায়ারও মানুষ। ভুল মানুষেরই হবে। বড় বড় আম্পায়াররাও ভুল করে। রিভিউ না থাকায় আম্পায়ারের কাজ কিছুটা কঠিন হয়ে গেছে। রিভিউ সিস্টেম থাকলে সিদ্ধান্ত নিতে আরও সহজ হতো। আমরা যেহেতু পেশাদার ক্রিকেটার, আম্পায়ারের সিদ্ধান্ত আমাদের মেনে নিতে হবে। এটাই খেলার সৌন্দর্য।’