বিতর্ক ছাপিয়ে মাঠের খেলা ভালো হওয়াতে স্বস্তি মাশরাফীর
বিপিএলের নবম আসর মাঠে গড়ানোর আগ থেকেই নানা রকম সমালোচনার তোপে পড়ে। যা থামেনি টুর্নামেন্ট চলাকালীনও। এই সমালোচনার মাঝে উত্তাপ ছড়াচ্ছেন ক্রিকেটাররাও। তবে সবকিছু ছাপিয়ে মাঠের খেলাটা যে ভালো হচ্ছে তাতে স্বস্তি প্রকাশ করেছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
টানা চার জয়ে রীতিমতো উড়ছে মাশরাফীর সিলেট। টুর্নামেন্টে তাদের ধারে কাছেও নেই কেউ। সেই স্বস্তিই ফোটে ওঠে মাশরাফীর মুখে।
গতকাল রাতে ঢাকাকে হারানোর পর ঘুরে ফিরে যখন সংবাদ সম্মেলনে নানা বিতর্ক নিয়ে কথা ওঠে তখন মাশরাফী বলেন, ‘উইকেট চট্টগ্রামে গেলেই শুধু ভালো পাওয়া যায়। এরকম উইকেট তো পাওয়া যায় না (মিরপুরে)। গত তিন দিন যে উইকেট আমরা দেখলাম, দারুণ উইকেট। এরকম উইকেট হলে কিছু ক্রিকেটার আমরা তৈরি করতে পারব। এটা খুব ভালো দিক যে এত সমালোচনার মধ্যেও মাঠের খেলাটা ঠিক আছে। উইকেট ভালো।’
সিলেট তারকা আরও বলেন, ‘এই উইকেটে এবার ব্যাটসম্যানরা ভালো ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছে। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, বোলারদের জন্য ভালো হচ্ছে। এরকম উইকেটে খেলা হলে বোলারদেরও সামর্থ্য বাড়তে থাকে যে, এখানে জায়গা দিলে (ব্যাটসম্যানকে), স্কিল না থাকলে সমস্যা হবে। এরকম উইকেটে খেলা হলে ভালো হবে। এবার হাজার কথার ভেতরেও এই একটা ব্যাপার যে অন্তত উইকেট ভালো, খেলাটা ভালো হচ্ছে।’
মাশরাফীর কাছে জানতে চাওয়া হয় ডিআরএস বিতর্ক নিয়েও। তখন তিনি বলেন, ‘দেখেন অনেক কিছু ভালো হতে পারত, অনেক সীমাবদ্ধতা আছে। তবে টুর্নামেন্ট যখন মাঠে গড়িয়েছে… দেখুন, আমরা আগে একবার প্রায় দুইশ তাড়া করে জিতেছি, আজকে দুইশ করেছি, অন্যান্য ম্যাচে ১৬০ রান তাড়া করছে, ক্রিকেটারদের একটা অভ্যাস গড়ে উঠছে। দিন শেষে কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। তবে আম্পায়ার যদি তার লেভেল ওপরে নিতে না পারে, এটা তার ব্যাপার। বাইরে থেকে আম্পায়ার এনে (কাজ চালানো যায়)… কিন্তু আমি বলব, আমাদের আম্পায়ারদেরও সুযোগ দিতে হবে নিজেদেরকে মেলে ধরার। তারা এখন থেকে যদি কিছু শেখে, তাহলে ভালো। কিছু ভুল সিদ্ধান্ত আসলে হবেই, এটা স্বাভাবিক।’