তামিমদের হতাশা বাড়িয়ে রংপুরের জয়
চট্টগ্রামে বিপিএলের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে লড়েছে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স। শিশিরভেজা সন্ধ্যায় লো স্কোরিং ম্যাচ হলেও লড়াই হয়েছে জমজমাট। মাত্র ১৩০ রানের পুঁজি নিয়েও রংপুরকে ১৯ ওভার পর্যন্ত আটকে রাখে খুলনার বোলাররা।
তবে, ঠিকই জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। ১৯.৩ ওভারে ১৩০ রান টপকে জয়ের বন্দরে নোঙর ফেলে তারা। পায় চার উইকেটের স্বস্তির জয়। অন্যদিকে, টানা তিন হারে হতাশায় ডুবেছে খুলনা টাইগার্স।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এদিন ম্যাচের শুরুতে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে খুলনা। ২ রানেই হারায় তামিম ইকবালের উইকেট। মাত্র ১ রান করে আজমতউল্লাহর বলে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন চট্টগ্রামের ছেলে তামিম। দলীয় ১৮ রানে দ্বিতীয় ও তৃতীয় উইকেট হারানোর পর খেলায় ফিরতে চেষ্টা করে খুলনা। আজম খান ও অধিনায়ক ইয়াসির রাব্বি মিলে হাল ধরেন দলের।
কিন্তু ৭৬ রানে রাব্বির আউটর পর আবারও দ্রুত উইকেট হারায় খুলনা। ৭৬ রানে ৩ উইকেট থেকে ৮০ রানে নেই ৬ উইকেট। আজম খানের ২৩ বলে করা ৩৪ রান অলআউট হওয়ার আগে খুলনাকে এনে দেয় ১৩০ রানের সংগ্রহ।
রংপুরের পক্ষে বল হাতে আগুন ঝরান রবিউল হক। ৪ ওভারে ২২ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট। এছাড়া রাকিবুল হাসান, আজমতউল্লাহ, হাসান মাহমুদ পান দু’টি করে উইকেট।
জবাব দিতে নেমে ১ রানের মাথায় সাজঘরের পথ ধরেন রংপুরের ওপেনার রনি তালুকদার। ভালো শুরু এনে দিতে পারেননি আরেক ওপেনার সায়েম আয়ুবও। তবে শোয়েব মালিকের ব্যাটিং দৃঢ়তায় ম্যাচ ধরে রাখে রংপুর। ৩৬ বলে ৩ চার ও ২ ছয়ে ৪৪ রান করে দলীয় ১২৩ রানে শোয়েব আউট হওয়র আগে জয়ের ভীত গড়ে দিয়ে যান। শেষ দিকে শামীম হোসেনের ১০ বলে অপরাজিত ১৬ রানে ৩ বল ও ৪ উইকেট হাতে রেখে জয়ের দেখা পায় রংপুর।
সংক্ষিপ্ত স্কোর :
খুলনা টাইগার্স : ১৯.৪ ওভারে ১৩০/১০। (হাবিবুর রহমান ৪, তামিম ১, শার্জিল ১২, আজম ৩৪, ইয়াসির রাব্বি ২৫, সাব্বির ১, আমাদ ৪, সাইফউদ্দিন ২২, নাহিদুল ১৫, নাসুম ১, ওয়াহাব ৫* ; মেহেদি ৪-০-২১-০, আজমত ৪-০-৪১-২, রাকিবুল ৪-১-২২-২, রবিউল ৪-০-২২-৪, হাসান ৩.২-০-২২-২)।
রংপুর রাইডার্স : ১৯.৩ ওভারে ১৩১/৬। (রনি ১, আয়ুব ১০, মেহেদি ১৪, নাইম ২১, শোয়েব ৪৪, সোহান ১০, শামীম ১৬*, আজমত ৮* ; নাহিদুল ৪-০-১৭-০, সাইফউদ্দিন ৪-০-৩৫-২, নাসুম ৪-০-২১-২, আমাদ ৪-০-৩১-০, ৩.৩-০-২৪-২)।
ফল : রংপুর রাইডার্স ৪ উইকেটে জয়ী।