জয়ে ফেরার লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটিতে বরিশালের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিংয়ে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
বিপিএলের চলতি আসরটা মোটেই ভালো যাচ্ছে না কুমিল্লার। ঢাকা পর্বে দুই ম্যাচ খেলে দুটোতেই হেরেছে তারা। অবস্থান পয়েন্ট টেবিলের তলানিতে। সবমিলে স্বস্তি নেই গেলবারের চ্যাম্পিয়নদের। তাই টুর্নামেন্টে টিকে থাকতে জয়ে ফিরতে মুখিয়ে আছে ইমরুল কায়েসের দল।
অন্যদিকে বরিশালও হার দিয়ে শুরু করেছে টুর্নামেন্ট। তবে পরের দুই ম্যাচে ব্যাক টু ব্যাক জয় তুলে নিয়ে স্বস্তি ফিরেছে সাকিব আল হাসানের দলের। এই মুহূর্তে তিন ম্যাচে দুই জয় ও এক হার নিয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে তাদের অবস্থান।
দিনের আরেক ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রতিপক্ষ ঢাকা ডমিনেটর্স। ঘরের মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় তুলতে মরিয়া শুভাগত হোম-আফিফরা। তিন ম্যাচে মাত্র একটিতে জিতেছে চট্টগ্রাম। তাদের অবস্থান পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। অন্যদিকে দুই ম্যাচে এক জয় ও এক পরাজয় নিয়ে ২ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে আছে নাসির-তাসকিনদের ঢাকা।