প্রথম জয়ের দেখা পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স
চ্যাম্পিয়নের তকমা নিয়ে এসেও আসরের শুরু থেকেই ভুগছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারকাবহুল দল নিয়ে মিলছিল না জয়ে দেখা। অবশেষে কাটল সে খরা। বিপিএলের নবম আসরে প্রথম জয়ের মুখ দেখলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লো স্কোরিং ম্যাচে আগে ব্যাটিং করে ১৩৫ রান তোলে চট্টগ্রাম। জবাবে ১৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৭ রান করে কুমিল্লা। ৬ উইকেটে জিতে আসরে প্রথম জয়ের দেখা পায় বর্তমান চ্যাম্পিয়নরা।
সন্ধ্যার শুরুতে ব্যাট হাতে ব্যর্থ চট্টগ্রামের উসমান খান। দলীয় ২ রানে নিজের রানের খাতা খোলার আগেই তানভীর ইসলামের বলে বোল্ড হন। সাজঘরে ফেরেন দলকে বিপদে ঠেলে দিয়ে। দ্বিতীয় উইকেটে আফিফ হোসেন ও ম্যাক্স’ও ডাউড মিলে ৪৩ রান জমা করেন স্কোরবোর্ডে। ২১ বলে ২৯ রান করে আউট হন আফিফ, ডাউড খেলেন ২৪ বলে ২৪ রানের ইনিংস।
ইরফান শুক্কুর, রাসুলিরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। দলের হাল ধরেন শুভাগত হোম। ২৩ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। তার ইনিংসে ছিল চারটি ৪ ও ১টি ছয়ের মার। শুভাগত ছাড়া আর কারও সংগ্রহ ৩০ এর ঘর ছাড়ায়নি। কুমিল্লার হয়ে তানভীর, মোসাদ্দেক হোসেন ও খুশদীল শাহ দুটি করে উইকেট শিকার করেন। চট্টগ্রামের ইনিংস থামে ৮ উইকেটে ১৩৫ রানে।
খুব বড় লক্ষ্য না হলেও আগের সবগুলো ম্যাচে হারা কুমিল্লার আত্মবিশ্বাসে খানিকটা হলেও ভাটা দিয়েছে আগেই। কিন্তু ওপেনিং জুটিতে লিটন দাস ও মোহাম্মদ রিজওয়ান মিলে জয়ের আশা জাগিয়ে তোলেন। ৫৬ রানের ওপেনিং জুটি ভাঙ্গে লিটন আউট হলে। ২২ বলে ৪ চার ও ৩ জয়ে ৪০ রানের ঝড়ো ইনিংস উপহার দেন লিটন। আরেক ওপেনার রিজওয়ান দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। অপরাজিত থাকেন ৩৫ বলে ৩৭ রানে।
চট্টগ্রামের পক্ষে ২ উইকেট পান মালিন্দা পুষ্পা। ১টি করে উইকেট শিকার করেন জিয়াউর রহমান ও মৃত্যুঞ্জয় চৌধুরী। কিন্তু কুমিল্লাকে আটকানোর জন্য যথেষ্ট ছিল না। ১৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের দেখা পায় কুমিল্লা।
সংক্ষিপ্ত স্কোর :
চট্টগ্রাম : ২০ ওভারে ১৩৫/৮। (উসমান ০, ম্যাক্স ২৪, আফিফ ২৯, ইরফান ৫, রাসুলি ১১, জিয়াউর ২, শুভাগত ৩৭*, মৃত্যুঞ্জয় ৭, মেহেদি ১৩; তানভীর ৪-০-২৬-২, হাসান আলী ৪-০-৩৮-০, মোসাদ্দেক ৪-০-২৩-২, মুকিদুল ৪-০-২৫-১, খুশদীল ৪-০-২০-২)।
কুমিল্লা : ১৭.৩ ওভারে ১৩৭/৪। (লিটন ৪০, রিজওয়ান ৩৭*, ইমরুল ১৫, জনসন ০, জাকের ২২, খুশদীল ১০*; শুভাগত ২-০-১৮-০, মৃত্যুঞ্জয় ৩.৩-০-২৩-১, জিয়াউর ২-০-১৭-১, মালিন্দা ৩-০-৩৩-২, নিহাদ ৪-০-১৯-০)।
ফল : কুমিল্লা ৬ উইকেটে জয়ী।