চোট কাটিয়ে মাঠে ফিরলেন সোহান
চলতি বিপিএলে খুব একটা স্বস্তিতে নেই রংপুর রাইডার্স। অবস্থান পয়েন্ট টেবিলের তলানিতে। এর মধ্যে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল নুরুল হাসানের চোট। আশার ব্যাপার হলো, সেই চিন্তা আপাতত দূর হয়েছে রাইডার্সদের। চোট কাটিয়ে মাঠে ফিরেছেন রংপুরের অধিনায়ক।
বিপিএলে ঢাকায় দ্বিতীয় পর্ব মাঠে গড়িয়েছে আজ সোমবার (২৩ জানুয়ারি)। আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে পয়েন্ট টেবিলের দুই তলানির দল রংপুর রাইডার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দুদলের জন্যই জয়ের ফেরার জন্য সমান গুরুত্বপূর্ণ ম্যাচটি।
আর এই ম্যাচ দিয়েই রংপুরের একাদশে ফিরেছেন নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সোহান। চট্টগ্রাম পর্বে তার অবর্তমানে দলের নেতৃত্ব দিয়েছিলেন অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক।
জয় দিয়ে বিপিএল শুরু করেছিল রংপুর রাইডার্স। তবে পরের ম্যাচেই খায় হোঁচট। এরপর জয়ে ফিরলেও ছিল না তার ধারাবাহিকতা। পয়েন্ট টেবিলে রাইডার্সদের অবস্থান পাঁচ নম্বরে। প্লে অফ রেসে জায়গা করতে হলে জয় ছাড়া বিকল্প নেই।
একই পরিস্থিতি চট্টগ্রাম শিবিরে। ছয় ম্যাচ খেলে মাত্র দুই জয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে তারা। তাই জয়ে ফিরতে মরিয়া আফিফ হোসেনের দল।
রংপুর রাইডার্স
নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাঈম শেখ, শেখ মেহেদী, শামিম হোসেন, হাসান মাহমুদ, রাকিবুল হাসান,পারভেজ ইমন, শোয়েব মালিক, মোহাম্মদ নেওয়াজ, হারিস রাউফ ও আজমতউল্লাহ ওমরজাঈ।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
শুভাগত হোম (অধিনায়ক), আফিফ হোসেন, উসমান খান, খাজা নাফে, বিজয়াকান্থ, মৃত্যুঞ্জয় চৌধুরী, তৌফিক খান তুষার, মেহেদী রানা, তাইজুল ইসলাম, জিয়াউর রহমান ও দরবেশ রাসুলি।