রেলক্রসিংয়ে ট্রাক, কুষ্টিয়া-রাজবাড়ী পথে চার ঘণ্টা ট্রেন বন্ধ
কুষ্টিয়ার কুমারখালীর বাটিকামারা রেলক্রসিংয়ের ওপর একটি পাথরবোঝাই ট্রাক উল্টে যাওয়ায় কুষ্টিয়া-রাজবাড়ী রুটে চার ঘণ্টা ট্রেন ও পরিবহন চলাচল বন্ধ ছিল। আজ শুক্রবার বেলা সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটার পর্যন্ত যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান পিপিএম জানান, আজ বেলা সাড়ে ১০টার দিকে বাটিকামারা রেলক্রসিংয়ের ওপরে এসে একটি পাথরবোঝাই ট্রাক উল্টে যায়। এর ফলে কুষ্টিয়ার পোড়াদহ থেকে রাজবাড়ী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। একই কারণে ওই সড়কে পরিবহন চলাচলও বন্ধ হয়ে পড়ে। প্রায় চার ঘণ্টা চেষ্টা চালানোর পর ট্রাকটি রেলক্রসিং থেকে সরানো সম্ভব হয়। এর পর দুপুর আড়াইটার দিকে ট্রেন ও সড়কে পরিবহন চলাচল স্বাভাবিক হয়।