পেন্টাগনের নথি ফাঁসের অভিযোগ আনা হয়েছে টেইক্সেইরার বিরুদ্ধে
যুক্তরাষ্ট্রের বিমানসেনা জ্যাক টেইক্সেইরাকে বোস্টন আদালতে হাজির করার পর তার বিরুদ্ধে গোপনীয় গোয়েন্দা ও প্রতিরক্ষা নথি ফাঁসের আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে।
গতকাল শুক্রবার (১৪ এপ্রিল) ২১ বছর বয়সী জ্যাক টেইক্সেইরাকে কয়েদিদের পোশাক ও শেকলবদ্ধ অবস্থায় ফেডারেল জজের সামনে হাজির করা হয়। এ সময় আদালতের ভিড় থেকে ‘তোমাকে ভালোবাসি, জ্যাক’ চিৎকার শোনা যায় আর তার প্রত্যুত্তরে বিবাদী বলেন, ‘তোমাকেও ভালোবাসি, বাবা।’ খবর বিবিসির।
দেশের প্রতিরক্ষা বিষয়ক স্পর্শকাতর তথ্য অবৈধভাবে সরিয়ে নেওয়ার অভিযোগে টেইক্সেইরার ১৫ বছরের সাজা হতে পারে। তার বিরুদ্ধে গোপন নথি অপসারণ ও তা স্মৃতিশক্তির মাধ্যমে ধারণ করার অভিযোগও আনা হয়েছে।
প্রথম অভিযোগে এই বিমানসেনার ১০ বছরের কারাদণ্ড ও দ্বিতীয় অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।
প্রতিরক্ষা দপ্তরের ফাঁস হওয়া ওইসব কাগজপত্র থেকে ইউক্রেন যুদ্ধ সম্পর্কে যুক্তরাষ্ট্রের মূল্যায়ন এবং তার পাশাপাশি মার্কিন মিত্রদের গোপন ও স্পর্শকাতর বিষয়গুলো বের হয়ে আসে।
নথি ফাঁসের এই ঘটনায় যুক্তরাষ্ট্র খুব বিব্রতকর অবস্থায় পড়ে এবং তথ্যের গোপনীয়তার বিষয়ে নতুন করে প্রশ্ন দেখা দেয়।
বৃহস্পতিবার টেইক্সেইরাকে ম্যাসাচুসেটসের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
আদালতের বিচারক আদেশ দেন যে যদি সন্দেহভাজন ব্যক্তি একজন পাবলিক ডিফেন্ডার হিসেবে প্রমাণ হওয়ায় সরকারি খরচে তার জন্য একজন আইনজীবী নিয়োগ দেওয়া যেতে পারে।
তবে টেইক্সেইরা এখনও কারারুদ্ধ অবস্থায় রয়েছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে নথি ফাঁস হওয়ার উৎস খুঁজে বের করতে দ্রুত তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করায় আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, মার্কিন সামরিক ও গোয়েন্দা বিভাগকে স্পর্শকাতর তথ্য বিতরণে আরও নিরাপদ ব্যবস্থা গ্রহণ ও এর আওতা সীমাবদ্ধ করতে হবে।