ভেতরে ভেতরে ক্ষমতাসীনরা আত্মশক্তি হারিয়ে ফেলছে : রিজভী
ক্ষমতাসীন সরকার ভেতরে ভেতরে আত্মশক্তি হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার (২ মে) দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘এ সরকার ডিজিটাল আইন দিয়ে ভয়ের রাজ্য তৈরি করেছে। কিন্তু, সেই আইনের মাধ্যমে তারা নিজেরাই পরাজিত হচ্ছে, এটা তারা টের পাচ্ছে না। হয়তো টের পাচ্ছে, কিন্তু কিছু বলছে না। ভেতরে ভেতরে তারা আত্মশক্তি হারিয়ে ফেলেছে। ভেতরে ভেতরে শেখ হাসিনা পরাজিত হয়ে গেছে।’
বিএনপির জ্যেষ্ঠ এই যুগ্ম মহাসচিব বলেন, ‘যে সরকারের পক্ষে জনসমর্থন থাকে না, তারা নানা কায়দাকানুন করে বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের লোক বসিয়ে কিছুদিন ক্ষমতায় থাকতে পারে। কিন্তু, দীর্ঘদিন থাকতে পারে না। এ সরকার দেশ ও জনগণের অধিকার রক্ষায় পুরোপুরি ব্যর্থ।’
বিএনপি গণতন্ত্রকামী জানিয়ে রিজভী বলেন, ‘আমরা গণতন্ত্রহীনদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছি। গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির কর্মসূচিগুলো পালন করা হচ্ছে। ইতোমধ্যে আমাদের ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের কর্মসূচিগুলো ব্যাপক হারে জনসমর্থন পেয়েছে ও আন্দোলনগুলো সফল হয়েছে।’
বিএনপির জনসমর্থন দিনদিন বাড়ছে বলেই সরকার এত ব্যাপক হারে দলটির নেতাকর্মীদের গ্রেপ্তার করছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘এত ধরপাকড় করেও সরকার যখন বিরোধী দলকে থামাতে পারে না, তখন বুঝতে হবে তাদের বিদায় ঘণ্টা বেজে গেছে। সরকারের যদি সুবুদ্ধি হয় ও তত্ত্বাবধায়ক সরকার দিয়ে একটি অবাদ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে, তাহলে তাদের জন্য ভালো। আর যদি তা না করে, তাহলে যুগে যুগে স্বৈরাচারী সরকারের যে অবস্থা হয়েছিল তাদেরও সেই অবস্থা হবে।’
সংবিধানের বাইরে নির্বাচনে হওয়ার সুযোগ নেই আওয়ামী লীগের নেতাদের এমন মন্তব্যের জেরে রিজভী বলেন, ‘তাহলে ১৯৯৫-৯৬ সালে হল কেমন করে হলো? এটা কি আটলান্টিক মহাসাগর যে নৌকা ছাড়া পার হওয়া যাবে না? সংবিধানের মধ্যেই সংবিধান সংশোধনের সুযোগ রয়েছে। ওরা গায়ের জোরে কথা বলছে। এটা কোনো রাজনৈতিক পরিভাষা হতে পারে না।’