নারী ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়িয়েছে বিসিবি
পুরুষদের পাশাপাশি বাংলাদেশের মেয়েদের ক্রিকেটও এগিয়ে যাচ্ছে সমানতালে। কিন্তু সেই হিসেবে বেতন-ভাতায় ছেলেদের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশের মেয়েরা। এ নিয়ে আলোচনাও কম হয়নি। তবে এবার আলোর মুখ দেখছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশের মেয়েদের বেতন ও ম্যাচ ফি দুটোই বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ সোমবার (১২ জুন) বোর্ড মিটিংয়ে মেয়েদের ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে খবরটি সাংবাদিকদের জানান বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
বিসিবি সভাপতি বলেছেন, ‘আজকের সভায় মেয়েদের ম্যাচ ফি ও মাসিক যে বেতন বাড়ানো হয়েছে। বর্তমানে তারা যা পাচ্ছে তার থেকে ভালো ইমপ্রুভ করা হয়েছে। মোট ২৫ জন নারী ক্রিকেটার আমাদের কেন্দ্রীয় চুক্তিতে আছে তাদের বেতন বাড়ানো হয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটারদেরও বেতন বাড়ানো হয়েছে। এ ছাড়া ‘এ’ টিমেরও ম্যাচ ফি বাড়ানো হয়েছে।’
বেতন ঠিক কত বাড়ানো হয়েছে জানতে চাইলে নাজমুল হাসান পাপন বলেন, ‘আসলে বাংলাদেশে মেয়েদের ক্রিকেট খেলাটা সহজ নয়। এমনেই ক্রিকেট খেলাটাই অনেক কঠিন, অনেক খরচের ব্যাপারও। সেখানে বাংলাদেশের মতো জায়গায় এটা আরও চ্যালেঞ্জিং। এত বাধা থাকা সত্ত্বেও আমাদের মেয়েরা যেভাবে খেলছে সেই অনুসারে আমরা তাদের কিছু দিতে পারছি না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদের ম্যাচ ফি ও বেতন বাড়ানো হবে। আগে যেটা ৬০ হাজার সেটা এক লাখ করা হয়েছে। এটা আসলে একটা ধাপ। আস্তে আস্তে আরও বাড়বে। আমরা মেয়েদের ক্রিকেটে ফোকাস দিব।’