রাজধানীর প্রবেশপথে আ.লীগের অবস্থান কর্মসূচি কাল, শান্তি সমাবেশ করবে যুবলীগ
রাজধানীর প্রবেশপথগুলোতে আগামীকাল শনিবার (২৯ জুলাই) অবস্থান কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। একইসঙ্গে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ কয়েকটি প্রবেশমুখে শান্তি সমাবেশ করবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। তিনি জানান, আব্দুল্লাহপুর, টঙ্গী, গাবতলী, আমিনবাজারে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এনটিভি অনলাইনকে তথ্য নিশ্চিত করে জানান, আগামীকাল রাজধানীর সব কয়টি প্রবেশপথে দলের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
এর আগে আজ শুক্রবার শান্তি সমাবেশ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আজকে নাকি সিদ্ধান্ত আসছে, ঢাকার প্রবেশদ্বার বন্ধ করবে (বিএনপি)। আপনারা রাস্তা বন্ধ করতে আসবেন না। আপনাদের চলার রাস্তাও বন্ধ করে দেব। চোখ রাঙাবেন না। আমাদের শিকড় এ মাটির অনেক গভীরে। চোখ রাঙাবেন না। দেশি-বিদেশি যারা চোখ রাঙ্গাতে চায় তাদের বলি, আমাদের শিখর অনেক গভীরে। শেখ হাসিনা বাংলার জনগণের বিশ্বস্ত প্রতিনিধি। গত ৭৫ থেকে অর্জনের নাম শেখ হাসিনা। যিনি বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি অর্জন নিয়ে এসেছেন। তিনি বাংলাদেশের জনগণের সবচেয়ে প্রিয় নেত্রী শেখ হাসিনা। যিনি প্রতিদিন সাড়ে তিন ঘণ্টার বেশি ঘুমান না।’