আগস্টে ডেঙ্গু আক্রান্তের রেকর্ড হতে পারে, সতর্ক করল স্বাস্থ্য অধিদপ্তর
চলতি আগস্ট মাসে রেকর্ড সংখ্যক ডেঙ্গু আক্রান্তের বিষয়ে সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, জুনের তুলনায় জুলাই মাসে দেশে ডেঙ্গু আক্রান্তের হার অনেক বেশি ছিল। এমনকি আগস্টেও ডেঙ্গু সংক্রমণের এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে, যা দেশে ডেঙ্গু আক্রান্তের আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।
বুধবার (৯ আগস্ট) বিকেলে দেশের সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন।
ডা. মো. শাহাদাত হোসেন বলেন, ‘ঢাকা শহরে ডেঙ্গুর সংক্রমণ স্থিতিশীল থাকলেও ঢাকার বাইরে সংক্রমণের হার বাড়ছে। আগস্টের প্রথম আট দিনে ২০ হাজার ৩৯৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে, যেখানে গত মাসজুড়ে আক্রান্ত ছিল ৪৩ হাজার ৮৫৪ জন।’
শাহাদাত হোসেন বলেন, ‘রোগীরা হাসপাতালে এসে যাতে চিকিৎসা নিতে পারে। আমরা সে বিষয়ে খুবই সতর্ক আছি। স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা, হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা ও অন্যান্য ব্যবস্থাপনার বিষয়ে সক্রিয়ভাবে নজরদারি করছে।’
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা মহানগরীর সর্বোচ্চ ৪২৪ জন রোগী মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে মোট ৩৭৭ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, ২৭৩ জন মিটফোর্ড হাসপাতালে এবং ২৯২ জন ডিএনসিসি-ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আমাদের এখনও অনেক আসন খালি রয়েছে। রোগীরা আমাদের মেডিকেল কলেজে হাসপাতালেও ভর্তি হয়ে চিকিৎসা নিতে পারে।’
চলতি বছরের জানুয়ারি থেকে সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ৩৫০ ছাড়িয়েছে। বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যা এ বছর বাংলাদেশে মশাবাহিত রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫২।
এ পর্যন্ত চলতি বছর ৭৫ হাজার ৬৯ জন ডেঙ্গু আক্রান্ত এবং ৬৫ হাজার ২৯০ জন সুস্থ হওয়ার তথ্য রেকর্ড করেছে ডিজিএইচএস।