অবশেষে ফিরল বিডিনিউজ
দুই মাস পাঁচ দিন পর ফিরল দেশের প্রথম সারির অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। এর আগে গত ১ সেপ্টেম্বর দুপুর থেকে হঠাৎ বন্ধ হয়ে যায় এর ওয়েবসাইট। ব্রাউজ করতে গেছে দেখা যাচ্ছিল, ‘সাইটটি রক্ষণাবেক্ষণের কাজ চলছে।’ সে সময় সংবাদ মাধ্যমটির অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়েছিল, বিষয়টি তাদের ‘নিয়ন্ত্রণের বাইরে।’ তবে, কর্তৃপক্ষ ওয়েবসাইটটি ফিরিয়ে আনতে ‘লড়াই অব্যাহত’ রেখেছে বলে পাঠকদের আশ্বস্ত করে। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হলো আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর)।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত ৯টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিডিনিউজ টুয়েন্টি ফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী একটি পোস্টে ফিরে আসার ঘোষণা দেন। সেখানে তিনি লেখেন, ‘অবশেষে, ফিরে আসা! এ কাহিনীর পেছনের ঘটনা ইতিহাসই বলুক। আর আমরা লিখে যাই ইতিহাসের প্রথম খসড়া, আগের মতই। অব্যাহত সহযোগিতা নিয়ে এ গল্পের সঙ্গী হওয়ায় পাঠক ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ।’
সংবাদ মাধ্যমটিতে ঢুকে দেখা যায়, ইংরেজি ও বাংলা মাধ্যমে আগের মতোই সব ফিচারে সেজে আছে বিডি নিউজ টুয়েন্টি ফোর।