মার্কিন পর্যবেক্ষক দলের সঙ্গে আ.লীগের বৈঠক সোমবার
আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন বিষয়ক একটি পর্যবেক্ষক দল। আগামীকাল সোমবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় রাজধানীর একটি হোটেলে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। শনিবার (৭ অক্টোবর) পর্যবেক্ষক দলটি ঢাকায় আসে।
বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ এনটিভি অনলাইনকে বলেন, আগামীকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদের সঙ্গে আমাদের বৈঠক হবে।
জানা গেছে, এক সপ্তাহের জন্য বাংলাদেশে এসেছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন বিষয়ক একটি পর্যবেক্ষক দল। দেশটির অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউটের (এনডিআই) প্রতিনিধি দলটি শনিবার (৭ অক্টোবর) থেকে সোমবার (১৩ অক্টোবর) ঢাকায় অবস্থান করবে।
সেসময় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে প্রতিনিধি দলটি। এরই মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগকে বিষয়টি অবগত করা হয়েছে।