র্যাঙ্কিংয়ে এগোলেন মাহমুদউল্লাহ, পেছালেন সাকিব
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অসাধারণ এক সেঞ্চুরি করে অনেক অবজ্ঞার জবাব দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ দলের ব্যাটাররা যখন আসা-যাওয়ার মিছিলে, মাহমুদউল্লাহ তখন এক প্রান্ত আগলে রেখেছেন। খেলেছেন ১১১ বলে ১১১ রানের চমৎকার ইনিংস। প্রোটিয়া ম্যাচ ছাড়াও এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৯ বলে অপরাজিত ৪১ এবং ভারতের বিপক্ষে করেছেন ৩৬ বলে ৪৬ রান। আর এতেই আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তার। চার ধাপ এগিয়েছেন মাহমুদউল্লাহ।
আজ বুধবার (২৫ অক্টোবর) আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিং অনুযায়ী, ওয়ানডে ব্যাটারদের তালিকায় মাহমুদউল্লাহর অবস্থান ৫২তম। আগের র্যাঙ্কিংয়ে তার অবস্থান ছিল ৫৬ নম্বরে। বিশ্বকাপে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান এখনও ব্যাট হাতে মেলে ধরতে পারেননি নিজেকে। চার ম্যাচে করেছেন মোটে ৫৬ রান। প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও। দুই ধাপ পিছিয়ে সাকিবের অবস্থান এখন ৪৪ নম্বরে।
ব্যাটারদের তালিকায় এখনও শীর্ষে আছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তবে, বিশ্বকাপে এখনও নামের প্রতি সুবিচার করতে পারেননি এই ব্যাটার। শীর্ষস্থান না হারালেও কমেছে রেটিং পয়েন্ট। বাবরের রেটিং পয়েন্ট বর্তমানে ৮২৯। দুইয়ে আছেন তরুণ ভারতীয় ব্যাটার শুভমান গিল। তার রেটিং পয়েন্ট ৮২৩। বিশ্বকাপে দারুণ খেলছে দক্ষিণ আফ্রিকা। যাতে বড় অবদান রেখেছেন কুইন্টন ডি কক ও হেনরিক ক্লাসেন। তিনধাপ এগিয়ে ডি কক উঠে এসেছেন তিন নম্বরে। চার ধাপ এগিয়ে ক্লাসেন আছেন চারে।
বোলারদের তালিকায় যথারীতি সবার ওপরে অস্ট্রেলিয়ান পেসার জস হ্যাজেলউড। এক ধাপ পিছিয়ে সাকিব আছেন ২১ নম্বরে। সেরা দশে দারুণ লাফ দিয়েছেন প্রোটিয়া বোলার কেশভ মহারাজ। পাঁচ ধাপ এগিয়ে তিনি আছেন তিন নম্বরে।
ওয়ানডে অলরাউন্ডারের তালিকায় যথারীতি শীর্ষে সাকিব।