মাশরাফির ‘নির্ভীক’ ক্রিকেটতত্ত্ব
বাংলাদেশ ক্রিকেট দল আজ সাফল্যের আনন্দে বিভোর। এশিয়া কাপে শ্রীলঙ্কা-পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠে রানার্সআপ হওয়া মাশরাফির দলের টি-টোয়েন্টি বিশ্বকাপেও দুর্দান্ত পারফরম্যান্স। এক বছর ধরে ছন্দে থাকা বাংলাদেশের সাফল্যের রহস্য জানতে অনেক ক্রিকেটভক্তই উন্মুখ। মাশরাফি বিন মুর্তজা তাঁদের কৌতূহল মিটিয়ে দিয়েছেন এক কথায়। বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, নির্ভীক ক্রিকেটই সাফল্যের পথে এগিয়ে দিচ্ছে তাঁদের।
ওমানকে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ৫৪ রানে উড়িয়ে সুপার টেন নিশ্চিত করার পর সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, ‘ভালো পারফর্ম করতে চাইলে আপনাকে নির্ভীক ক্রিকেট খেলতে হবে। আমরা এখন নির্ভীক ক্রিকেট খেলছি। এটা একটা বড় ব্যাপার। অবশ্য কোচও আমাদের আত্মবিশ্বাস দিয়ে যাচ্ছেন।’
সুপার টেনে বাংলাদেশের চার প্রতিপক্ষই শক্তিশালী। মাশরাফি অবশ্য ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত, ‘আমরা আগামী চারটি বড় ম্যাচের দিকে তাকিয়ে আছি। মূলপর্বে ভুল করার কোনো সুযোগ নেই।’
সংবাদ সম্মেলনে মাশরাফির পাশেই ছিলেন বাংলাদেশের জয়ের নায়ক তামিম ইকবাল। টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ানের প্রশংসা করে অধিনায়কের মন্তব্য, ‘তামিমকে ধন্যবাদ। শেষ তিন ম্যাচেই সে রান করেছে। আশা করি তার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আর দলের অন্য ব্যাটসম্যানরাও রানের জোয়ারে তার সঙ্গে যোগ দেবে।’