মাস্কবন্দি অনুশীলনে সাকিবদের নজরে ব্যাটিং
দিল্লিতে পা রাখলে কিছুটা চমকে যেতে পারেন। মনে হবে, ঘন-কুয়াশায় ঘেরা কোনো রাজ্যে এসে পৌঁছেছেন। কিংবা মনে হতে পারে, হয়ত এখনই সন্ধ্যা নামবে। কিন্তু না, এর কোনোটাই নয়। মিনিট দুয়েক গেলে এই ধারণা পাল্টে যাবে। কুয়াশা কিংবা সন্ধ্যা আপনাকে স্বাগত জানাচ্ছে না বরং আপনার জন্য অপেক্ষায় দিল্লির ভয়ংকর আবহাওয়া।
বাংলাদেশের অবস্থাটাও হয়েছে তাই। দিল্লিতে পা রেখে গোটা তিনদিন হোটেলেই কাটিয়েছে। আসার একদিন পর অনুশীলনে নামার কথা থাকলেও সেটা সম্ভব হয়নি। কিন্তু খেলতে যখন হবে তখন অনুশীলন তো করতেই হবে। তাই এই ভেন্যুতে এসে শনিবার (৪ নভেম্বর) প্রথম অনুশীলনে নামে বাংলাদেশ দল।
অরুন জেটলি স্টেডিয়ামে অনুশীলনে মাস্ক হলো ক্রিকেটারদের সঙ্গী। স্বাস্থসুরক্ষায় মাস্কই এদিন বড় সম্বল ক্রিকেটারদের। মূল মাঠের পাশেই বানানো ইনডোর স্টেডিয়াম। বাংলাদেশ দল মাঠে এসে ছুটে যায় ইনডোরে। আসলে যেই ব্যাটিং নিয়ে নানা-কাটাছেড়া সেই ব্যাটিংই আজকের অনুশীলনের মূল ফোকাস। অনুশীলনে আসা ১৩ জনের মধ্যে বেশিরভাগই ব্যাটিংয়ে নজর দিয়েছেন। শুরুতে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম এরপর নামেন সাকিব আল হাসান। অনুশীলনে আসেননি মুস্তাফিজুর রহমান ও লিটন দাস।
এর মধ্যে সাকিব যখন মাঠে নামছিলেন তখন ক্যামেরায় ধরা পড়ে তার ব্যাটে চকচকে নতুন স্পন্সরের নাম। ক্রিকেটারদের ব্যাটে স্পন্সর থাকা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু সাকিবের ব্যাট নজরে আসে অন্য কারণে। কেননা ঠিক গত ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে অধিনায়কের ব্যাট ছিল ফাঁকা। এ নিয়ে আলোচনাও কম হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মজা করে লিখেছিলেন—পারফর্ম করতে না পারায় হয়ত স্পন্সর হারিয়েছেন সাকিব। কিন্তু, আজ বোঝা গেল স্পন্সর হারাননি বরং বিশ্ববিখ্যাত আরেক ব্র্যান্ডের লোগো যুক্ত হয়েছে দেশসেরা ক্রিকেটারের ব্যাটে।
ফিরে আসি অনুশীলনে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি স্রেফ নিয়মরক্ষার হলেও নিজেদের প্রমাণ করতে জয়ে ফেরার বড় মঞ্চ এটি। তাই অনুশীলনেও বেশ ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা। মাস্ক পরে লম্বা সময় ব্যাটিং অনুশীলন করেন সাকিব। মুশফিকও নেটে ছিলেন অনেক সময়। ফর্মে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য দুটোই করেছেন। কিছুক্ষণ নেটে ব্যাট হাতে ঝড় তুলেছেন। আবার বল হাতেও হাত ঘুরিয়েছেন। শান্ত ও শেখ মেহেদির সঙ্গে পাল্লা দিয়ে বোলিং করেছেন মাহমুদউল্লাহ। বোলিংয়ের মাঝে ছোটখাট টোটকা দিচ্ছিলেন শান্ত-মেহেদিকে।
দিল্লির গুমট আবহাওয়াতে খুব একটা সমস্যায় পড়তে দেখা যায়নি ক্রিকেটারদের। ব্যাটিং-বোলিং দুটো সেরেই হোটেলে ফিরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
কিন্তু ভিন্ন পরিস্থিতি শ্রীলঙ্কার। দিল্লিতে আজ অনুশীলন বাতিল করেছেন লঙ্কার ক্রিকেটাররা। মূলত, স্বাস্থ্য ঝুঁকি এড়াতে অনুশীলন করেনি লঙ্কানরা। এর আগে ২০১৭ সালে এই অরুন জেটলিতেই বায়ূ দূষণের কারণে শ্রীলঙ্কার ক্রিকেতার অনেক ক্রিকেটার অসুস্থ হয়ে যান। সেই সতর্কতা থেকে আজ হোটেলবন্দি সময় কাটিয়েছেন ক্রিকেটাররা। রোববার ম্যাচের আগের দিন যদিও ঝালিয়ে নেওয়ার কথা দুদলেরই।