সাকিবের এক্স-রে রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবে বিসিবি
বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাম হাতের আঙুলে চোট পান সাকিব আল হাসান। এক্স-রে করানো হলে রিপোর্টে দেখা যায়, আঙুলে ফ্র্যাকচার ধরা পড়েছে। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচ না খেলেই দেশে ফেরেন সাকিব। খেলবেন না নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজেও।
সাকিব কবে সেরে উঠবেন, তা নিয়ে ভক্তদের কৌতূহলের কমতি নেই। আজ সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমের মুখোমুখি হন। তিনি জানান, সাকিবের চোট সম্পর্কে এখনই ফাইনাল আপডেট দেওয়া সম্ভব নয়।
দেবাশীষ চৌধুরী বলেন, ‘সাকিবের চোটের দুই সপ্তাহের বেশি হতে চলল। সাধারণত আমরা আঘাতের তিন সপ্তাহ পরে একটা চেক এক্স-রে করব। এক্স-রের পরই তার অবস্থা সম্পর্কে জানাতে পারব। তবে, সাকিবের ব্যথা এখন আগের চেয়ে কমে এসেছে। এই ধরনের ব্যথার ক্ষেত্রে আমরা তিন সপ্তাহ অপেক্ষা করে পরবর্তীতে একটা সিদ্ধান্তে আসি।’
বিশ্বকাপে শ্রীলঙ্কা ম্যাচ ছাড়াও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন সাকিব। সেবার ঊরুতে চোট পান তিনি। খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে যান। প্রাথমিক চিকিৎসায় অবশ্য সেরে উঠেছিলেন। তবে, মিস করেছিলেন ভারতের বিপক্ষে ম্যাচটি।