ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি শুরুর অপেক্ষায় গাজাবাসী
গাজার স্থানীয় সময় আজ শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৭টা থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে চারদিনের যুদ্ধবিরতি শুরু হবে। এজন্য অপেক্ষার প্রহর পার করছেন ফিলিস্তিনি উপত্যকাটির অধিবাসীরা।
যুদ্ধবিরতির বিষয়ে মধ্যস্থতাকারী দেশ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় হামাসের হাতে জিম্মি ১৭ জন বন্দিকে মুক্তি দেওয়া হবে। একই সময়ে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি দেওয়া হবে একদল ফিলিস্তিনিকে। খবর আলজাজিরার।
যুদ্ধবিরতি শুরুর আগ মুহূর্ত পর্যন্ত গাজায় ব্যাপক বোমাবর্ষণ করেছে ইসরায়েল। এ সময় গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ইসরায়েলের হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে।
গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণে গাজায় নিহতের সংখ্যা ১৪ হাজার ৮০০ ছাড়িয়েছে। অন্যদিকে হামাসের হামলায় নিহত হয়েছিল এক হাজার ২০০ ইসরায়েলি।
এদিকে, অস্ত্রবিরতি বা যুদ্ধবিরতি শুরুর কয়েক ঘণ্টা আগে বিষয়টিকে ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ, চাপ, আশা ও ভয়। আজ সাময়িকভাবে হলেও ইসরায়েলি বাহিনী ও হামাসের যোদ্ধারা তাদের অস্ত্র নামিয়ে রাখবেন, এমন প্রত্যাশায় ক্ষণগণনার মুহূর্তগুলোতে পুরো গাজাজুড়ে বিরাজ করছে উত্তেজনা, আর ভালো কিছুর আকাঙ্ক্ষা। এর পাশাপাশি বিরাজ করছে এক ধরনের চাপও।