স্বেচ্ছায় ছয় নম্বরে মাহমুদউল্লাহ!
অস্ট্রেলিয়ার বিপক্ষে গত ম্যাচে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান ছিলেন মাহমুদউল্লাহ। অসিদের দুর্দান্ত বোলিং আক্রমণের বিপক্ষে তাঁর ২৯ বলে ৪৯ রানের ইনিংসটি ছিল চোখ জুড়ানো। দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটসম্যানকে কেন এত নিচে খেলানো হচ্ছে, তা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সমালোচনা হচ্ছে।
মাহমুদউল্লাকে আরো ওপরে তুলে খেলানোর পক্ষে মত দিয়েছেন অনেক ক্রিকেট বিশ্লেষকই। অথচ তাঁর নিজেরই নাকি পছন্দ ছয় নম্বরে ব্যাট করা। খোদ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন এই তথ্য।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘গত তিন-চার মাচে মাহমুদউল্লাহকে পাঁচ নম্বরে খেলানো হয়েছিল, কিন্তু সে সাফল্য পায়নি। তবে ছয় নম্বরে খেলতেই সে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেও তাঁর ইচ্ছেতেই ছয় নম্বরে নামানো হয়েছিল।’
এই বিশ্বকাপেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগের সবকটিতেই মাহমুদউল্লাহ পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। কিন্তু একটিতেও তিনি সাফল্য পাননি। সে ম্যাচ গুলোতে তিনি দুই অঙ্কের কোটায়ও পৌঁছাতে পারেননি। যখন আবার নিজেরে পছন্দের জায়গায় ব্যাট করতে নেমেছেন, তখনই তিনি সাফল্য পেয়েছেন।
বিশেষ সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে তাঁর দুর্দান্ত ইনিংসটি সবার নজর কেড়েছে। মাহমুদউল্লাহর অসাধারণ সেই ইনিংসটির ওপর ভর করেই বাংলাদেশ প্রতিপক্ষকে ১৫৭ রানের লক্ষ্য ছুড়ে দিতে পেরেছিল। সে ম্যাচে লালা-সবুজের দল লড়াই করে তিন উইকেটে হেরেছিল।