সেমির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না সাকিব
সুপার টেনের প্রথম দুই ম্যাচে পাকিস্তানের ও অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা এখনো শেষ না হলেও অনেকটাই কঠিন হয়ে গেছে মাশরাফিদের জন্য।
এই আসরের শেষ চারে খেলতে হলে বাংলাদেশকে শুধু সুপার টেনের শেষ দুই ম্যাচে জিতলেই হবে না, প্রতিদ্বন্দ্বী অন্য দলগুলোর হারের দিকেও তাকিয়ে থাকতে হবে। মানে অঙ্কের হিসাবে সেমিফাইনালে খেলার সম্ভাবনা এখনো আছে।
বুধবার স্বাগতিক ভারতের মোকাবিলায় নামছে বাংলাদেশ সেই সম্ভাবনাকে সামনে রেখেই। মঙ্গলবার বেঙ্গালুরুতে এই ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সহ-অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘অঙ্কের হিসাবে আমাদের এখনো সেমিফাইনালে খেলা সম্ভব। আমি আশাবাদীও আমরা শেষ চারে খেলব। আমাদের সেই সামর্থ্য আছে।’
তবে বাংলাদেশ দল এখনই সেমিফাইনাল নিয়ে কিছুই ভাবছে না বলে জানান তিনি, ‘আমাদের মূল পরিকল্পনা এখন ভারতের বিপক্ষে ম্যাচকে ঘিরেই। এই ম্যাচকে নিয়েই আমরা ভাবছি। এরপরই আমরা পরবর্তী ম্যাচ নিয়ে চিন্তা করব।’
এদিনও ঘুরে-ফিরে উঠে এসেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে হারের প্রসঙ্গ। এ ব্যাপারে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার বলেন, ‘ছোট ছোট কিছু ভুলের কারণে সেই ম্যাচ আমাদের হাতছাড়া হয়ে গিয়েছিল। অবশ্য সে ম্যাচে আমাদের ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভালো হয়েছিল। কিন্তু ফিল্ডিংয়ে কিছু ভুলের কারণে শেষ পর্যন্ত জেতা সম্ভব হয়নি।’
সুপার টেনের প্রথম ম্যাচে বাংলাদেশ ৫৫ রানে হেরেছিল পাকিস্তানের কাছে। আর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই করে তিন উইকেটে হেরে যায়।
বুধবার বেঙ্গালুরুতে ভারতের মোকাবিলায় নামবেন মাশরাফিরা। আর সেমিফাইনালের আগে বাংলাদেশের শেষ ম্যাচটির প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আগামী শনিবার কলকাতার ইডেন গার্ডেনসে হবে ম্যাচটি।