নান্নু ভাই আনলাকি, তাকে ব্রিবত করা ঠিক হয়নি : সুজন
জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে মিনহাজুল আবেদিন নান্নুর মেয়াদ ২০২৩ সালের ৩১ ডিসেম্বরে শেষ হলেও দায়িত্ব পালন করে যাচ্ছিলেন তিনি। এবার সমাপ্তি ঘটল নান্নু অধ্যায়ের। তার জায়গায় নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। এই বিষয়টি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।
আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদে চৌধুরী স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নির্বাচক প্রসঙ্গে কথা বলেন সুজন। নতুন প্রধান নির্বাচক প্রসঙ্গে সুজন বলেন, ‘লিপু ভাইয়ের ক্রিকেট মেধা অসাধারণ। উনি আসাতে হয়তো ভালো কিছুই হবে। লম্বা সময় জাতীয় দলের অধিনায়ক ছিলেন। পাশাপাশি ক্রিকেট বোর্ডের পরিচালক ও ম্যানেজারের দায়িত্বে ছিলেন। তবে, নির্বাচক হিসেবে ওনার নাম কখনও শুনিনি। এটাতে আমি নিজেও অবাক হয়েছি। আমি ক্রিকেট অপারেশন্সের ভাইস চেয়ারম্যান হয়েও আমি এই বিষয়ে কিছুই জানতাম না। বিষয়টি সত্যিই বিস্ময়ের।’
এছাড়াও সাবেক নির্বাচক নান্নুর প্রসঙ্গে সুজন বলেন, ‘আমি বলবো যে নান্নু ভাই আনলাকি। একজন সাবেক অধিনায়ককে যেভাবে আপনারা সবাই ব্রিবত করেছেন, সেটা ঠিক নয়। ভুল মানুষ করতেই পারে, তাই বলে এভাবে তাকে বিব্রত করার কোনো মানে হয় না। উনি সততার সাথেই কাজ করেছেন। আর এতদিন নির্বাচকের দায়িত্বে থাকার পেছনে ওনার কোনো দোষ নেই। কারণ, বিসিবি নির্বাচক খুঁজে পাচ্ছিল না দেখেই কিন্তু তিনি দায়িত্ব পালন করেছেন।’