ভোটে ঢাবি ছাত্র নিহতের ঘটনায় শাহবাগে অবরোধ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় মাদারীপুরে পুলিশের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজন মৃধার নিহতের ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে আধা ঘণ্টারও বেশি সময় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখেন। এরপর সেখান থেকে শাহবাগ থানার সামনে এসে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী সুজন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে টিএসসিসংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। সেখান থেকে তাঁরা মিছিল নিয়ে সাড়ে ৬টায় শাহবাগ মোড়ে গিয়ে সড়ক অবরোধ করেন।
শিক্ষার্থীদের অবরোধের কারণে রাজধানীর ব্যস্ততম এই সড়কে আধা ঘণ্টারও বেশি সময় যান চলাচল বন্ধ থাকে। অবরোধ তুলে নিয়ে তাঁরা শাহবাগ থানার সামনে অবস্থান নেন। পরে প্রক্টর কার্যালয়ের সামনে এসে কর্মসূচি স্থগিত করেন শিক্ষার্থীরা।
এ সময় নিহতের সহপাঠী সৈকত কুমার বলেন, ‘পুলিশের পক্ষ থেকে ব্যালট চুরির যে অভিযোগ দেওয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। পুলিশ জনগণের বন্ধু। আমরা পুলিশের শত্রু নই। যে পুলিশ সদস্য এ ঘটনার সঙ্গে জড়িত, তাঁকে শনাক্ত করে শাস্তির আওতায় আনতে হবে।’
এ সময় সৈকত কুমার দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তবে তাৎক্ষণিক কোনো কর্মসূচি ঘোষণা না করলেও শিগগির তারা কর্মসূচি দেবেন বলেও জানান।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বলেন, ‘কিছু শিক্ষার্থী শাহবাগে সড়ক অবরোধ করেছে বলে শুনেছি। এর বেশি কিছু জানি না।’
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, সন্ধ্যা ৬টার পর আধা ঘণ্টার বেশি সময় ধরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখেন। পরে তাঁরা ক্যাম্পাসে চলে যান।
গত ৩১ মার্চ দ্বিতীয় দফার ইউপি নির্বাচনে ভোটগ্রহণকালে মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নে পুলিশের গুলিতে নিহত হন সুজন মৃধা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং উপজেলার ধুরাইলের দক্ষিণ বিরঙ্গল গ্রামের বাচ্চু মৃধার ছেলে।