বিবর্ণ ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার সামনে উড়ে গেল বাংলাদেশ
সিরিজেরতৃতীয় ওয়ানডেতেও পাল্টায়নি বাংলাদেশের মেয়েদের ব্যাটিং চিত্র। আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার সামনে রীতিমতো মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ। বাংলাদেশকে অল্পতে গুটিয়ে তিন ম্যাচের সিরিজ হেসেখেলেই নিজেদের করে নিল অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতল সফরকারীরা। ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়ে বাংলাদেশ ফিরল শূণ্য হাতে।
আজ (২৭ মার্চ) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ২৬.২ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৮৯ রান তোলে বাংলাদেশ। ব্যাট হাতে সর্বোচ্চ ১৬ রান করেন নিগার সুলতানা।
আগে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই সুমাইয়া আক্তারের উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১ রানের মাথায় সাজঘরে ফেরেন এই ওপেনার। আরেক অপনার ফারজানা হক বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ৮ রামের মাথায় বিদায় নেন তিনি। ১৪ বলে ৮ রানের বেশি করতে পারেননি তিনি। শুরুতেই ২ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে বাংলাদেশ।
তবে পরের ব্যাটাররাও সেই চাপ সামাল দিতে ব্যর্থ। দ্রুতই মুর্শিদা, ফাহিমা ও রিতু মনির উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পরে স্বাগতিকরা। পরে রাবেয়া-নাহিদারা চেষ্টা করলেও তা বড় স্কোর গড়ার জন্য যথেষ্ঠ ছিল না। শেষমেশ সব উইকেট হারিয়ে ৮৯ রানে থামে বাংলাদেশ।
ছোট লক্ষ্য জবাব দিতে নেমে মাত্র দুই উইকেট হারিয়েই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। জয়ের নাগাল পেতে অসিরা সময় নিয়েছে স্রেফ ১৮.৩ ওভার। তাতে ৯৩ রান করে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২৬.২ ওভারে ৮৯ (ফারজানা ৫, সুমাইয়া ০, মুর্শিদা ৮, নিগার ১৬, রিতু ১, ফাহিমা ০, স্বর্ণা ১০, রাবেয়া ৪, নাহিদা ০, সুলতানা ১০, মারুফা ১৫*; গার্থ ৭-৪-১১-৩, পেরি ৪-১-১৭-২, সাদারল্যান্ড ২-০-৭-০, মলিনিউ ৭-২-২৩-২, গার্ডনার ৬.২-০-২৫-৩) ।
অস্ট্রেলিয়া: ১৮.৩ ওভারে ৯৩/২ (হিলি ৩৩, লিচফিল্ড ১২, পেরি ২৭*, মুনি ২১*; সুলতানা ৬-১-৩৫-১, নাহিদা ৬-০-২৫-০, রাবেয়া ৫-১-২১-১, ফাহিমা ১-০-৭-০, মারুফা ০.৩-০-৫-০) ।
ফল: অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী।
সিরিজ: তিন ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে জয়ী।