টি-টোয়েন্টি দিয়ে আজ শুরু বাংলাদেশ-ভারত দ্বৈরথ
হোক ফুটবল কিংবা ক্রিকেট, ভারত-বাংলাদেশ লড়াই মানেই উত্তেজনার পারদ তুঙ্গে। মেয়েদের লড়াইয়ে তো সেই মাত্রা পেয়েছে ভিন্নতা। গত বছরের জুলাইয়ে পর ফের মুখোমুখি বাংলাদেশ ও ভারতের নারী ক্রিকেটাররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে বিকেল ৪টায়।
গত বছরের জুলাইতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল ভারত। টি-টোয়েন্টিতে জিতলেও ওয়ানডেতে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় সফরকারীদের। তবে, ফলাফল ছাপিয়ে ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌরের বিতর্কিত সব কর্মকাণ্ড নিয়ে ওঠে আলোচনা-সমালোচনার ঝড়। যদিও এমন কাণ্ডে শেষমেশ শাস্তির মুখোমুখি হতে হয় তাকে।
ঘরের মাঠে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসরের আয়োজক বাংলাদেশ। মূলত সেই কারণেই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই অস্ট্রেলিয়ার পর এবার সফরে এসেছে ভারত। স্বাগতিক হলেও বাংলাদেশের জন্যও এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ।
পরিসংখ্যানে এগিয়ে অবশ্য সফরকারীরা। ১৭ বারের দেখায় ১৪ বারই শেষ হাসি ভারতের। সবশেষ সিরিজেও ২-১ ব্যবধানে জয় তুলে নেয় হারমানপ্রীতের দল। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া সফরকারীরা। অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে মরিয়া নিগার সুলতানার দল।
এই ম্যাচে অভিষেক হতে পারে ১৫ বছর বয়সী পেসার হাবিবা ইসলাম পিংকির। ভারতকে হারাতে হলে দায়িত্ব নিতে হবে ফারজানা হক-নিগার সুলতানাদের মতো অভিজ্ঞ ব্যাটারদের। কাজটা সহজ না হলেও ঘরের মাঠে খেলা হওয়ায় বেশ আশাবাদী সমর্থকরা।