খুলনায় পাটকল শ্রমিকদের ভুখা মিছিল
খুলনায় সাতটি রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা ভুখা মিছিল করেছে। বকেয়া মজুরি-ভাতাসহ পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের সপ্তম দিনে আজ রোববার সকালে পরিবারের সদস্যদের নিয়ে থালা-বাসন হাতে এ মিছিল করে তারা।
মিছিলের আগে সমাবেশে আজকের মধ্যে এসব দাবির ব্যাপারে কোনো সিদ্ধান্ত না হলে আগামীকাল সোমবার থেকে রাজপথ-রেলপথ অবরোধের হুমকি দিয়েছে শ্রমিকরা।
বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের আহ্বানে গত ৪ এপ্রিল এই ধর্মঘট শুরু হয়।
আজ সকালের পালার শ্রমিকরা কাজ শুরু না করে মিল গেটে সমাবেশ করে। খালিশপুর প্লাটিনাম জুট মিলের সামনে এই সমাবেশে বক্তব্য দেন ঐক্য পরিষদের আহ্বায়ক সোহরাব হোসেন, যুগ্ম আহ্বায়ক কওছার আলী মৃধা, দ্বীন ইসলাম ও খলিলুর রহমান। বক্তারা অবিলম্বে সব পাওনা পরিশোধসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান।