পহেলা বৈশাখের আগেই পাটকল শ্রমিকদের বেতন
পহেলা বৈশাখের আগেই পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের জন্য ৩০০ কোটি টাকা ছাড় দিতে অর্থমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া পাট শ্রমিকদের সমস্যা সমাধান ও পাটশিল্পের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকেও নির্দেশ দিয়েছেন তিনি।
আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় পাটকল শ্রমিকদের আন্দোলনের প্রসঙ্গ উঠলে এসব নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে দায়িত্বপ্রাপ্ত একাধিক মন্ত্রী এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রীরা জানান, বৈঠকের একপর্যায়ে বিভিন্ন স্থানে পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে যে আন্দোলন চলছে, এই বিষয়টি মন্ত্রিসভার একজন সিনিয়র সদস্য উত্থাপন করেন। তখন প্রধানমন্ত্রী শ্রম প্রতিমন্ত্রীর কাছে বিষয়টি সম্পর্কে জানতে চান। বিষয়টি জানার পর প্রধানমন্ত্রী বলেন, পহেলা বৈশাখের উৎসব সবাই পালন করবে। এ জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বৈশাখী ভাতাও দেওয়া হয়েছে। এমন সময় শ্রমিকরা রাজপথে থাকবে বিষয়টি শোভনীয় নয়।
প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে পাটশিল্পের জন্য এক হাজার কোটি টাকার জোগানের জন্য নির্দেশ দেন। এর মধ্যে ৬০০ কোটি টাকা হলো পাটকল শ্রমিকদের বকেয়া বেতন। এর মধ্যে ৩০০ কোটি টাকা পহেলা বৈশাখের আগেই পরিশোধ করতে বলেন। বাকি ৩০০ কোটি টাকা পর্যায়ক্রমে পরিশোধের নির্দেশ দেন। এ ছাড়া কাঁচা পাট কেনার জন্য ২০০ কোটি টাকা এবং পাটশিল্পের উন্নয়নের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দের কথা বলেন।
এই পুরো বিষয় তদারকি করতে শিল্প ও বাণিজ্যমন্ত্রীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।