এলজিইডির সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলীর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মজিবুর রহমান সিকদারের স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৬ কোটি ৯ লাখ ২৮ হাজার ২৭৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
আজ সোমবার (২০ মে) দুদকের অনুসন্ধান ও তদন্ত-১ বিভাগের উপ-পরিচালক জেসমিন আক্তার বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন। গত ১৪ মে প্রকৌশলী মজিবুর রহমান সিকদারের বিরুদ্ধে ৪ কোটি ২০ লাখ ৩৭ হাজার ৫২৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন দুদকের এই কর্মকর্তা।
এজাহারে বলা হয়েছে, সম্পদের বিষয়ে দুদকে দাখিল করা বিবরণীতে কামরুন নাহার মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তিনি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদকে বৈধ করার পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে মৎস্য আয়ের সমর্থনে ভুয়া রেকর্ডপত্র তৈরি করে দুদকে জমা দেন। ওই সম্পদ বিবরণীতে ৯৪ লাখ ২৩ হাজার ৮২২ টাকার সম্পদ গোপনসহ সর্বমোট ৬ কোটি ৯ লাখ ২৮ হাজার ২৭৫ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রাখা সত্ত্বেও তিনি কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা দিয়ে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।