আমি যে লেভেলের খেলোয়াড়, সেই লেভেলে পারফর্ম করতে পারিনি : লিটন
বাংলাদেশ দলের সবচেয়ে বড় স্তম্ভ সাকিব আল হাসান। পঞ্চপাণ্ডবের আরেকজন মাহমুদউল্লাহ। একটা সময় দলে ব্রাত্য থাকলেও, এখন তিনি অন্যতম ভরসার নাম। এই দুই অভিজ্ঞ তারকাকে নিয়ে কথা বললেন লিটন কুমার দাস। বিশ্বকাপে নিজের প্রত্যাশা জানানোর পাশাপাশি সিনিয়রদের নিয়ে কথা বলেন উইকেটরক্ষক ব্যাটার লিটন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত এক ভিডিওতে আজ মঙ্গলবার (২১ মে) লিটন জানান, সাকিব ও রিয়াদ (মাহমুদউল্লাহ) সবার সঙ্গে খুবই বন্ধুসুলভ আচরণ করেন।
লিটন বলেন, ‘সাকিব ভাইকে দেখে আমার মনে হয় না উনি এত পুরোনো ক্রিকেটার। সবার সঙ্গে খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ করেন তিনি। রিয়াদ ভাইও অনেক ফ্রেন্ডলি। তারা জুনিয়রদের সঙ্গে এমনভাবে আচরণ করেন, যেন তারা স্বস্তি অনুভব করে। আমি যখন নতুন হিসেবে দলে ঢুকব আর দেখব একজন খেলোয়াড় ১৫ বছর ধরে খেলছেন, একটু নাভার্স লাগবে। এদিক থেকে আমাদের সিনিয়ররা খুব সহজ আচরণ করেন, যেন খারাপ লাগা কাজ না করে।’
ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না লিটনের। প্রতিনিয়ত সমালোচিত হচ্ছেন। তবু, আর ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা। ভেতর থেকে ভালো করার তাগিদ অনুভব করছেন লিটন। তিনি বলেন, ‘আমরা দল হিসেবে ২০২১ ও ২০২২ বিশ্বকাপে ভালো করতে পারিনি। আমি নিজেও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। আমি যে লেভেলের প্লেয়ার সেই লেভেলে কিন্তু পারফর্ম করতে পারিনি। বলা যায়, আমি যদি আগের দুই বিশ্বকাপে যদি ১০০ বা এর চেয়ে কম রান করি, এই বিশ্বকাপে সেটা ছাপিয়ে ১০১ রান করতে চাই। অতীতে যা করিনি, এবার তার চেয়ে ভালো কিছু করতে চাই।’