যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
বিরুদ্ধ পরিবেশে মানিয়ে নিতে বেশ আগেভাগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমায় বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের একটি প্রস্তুতি সিরিজ খেলেছে বাংলাদেশ। প্রথম দুই টি-টোয়েন্টি যাচ্ছেতাই ক্রিকেট খেলা বাংলাদেশ হারে সিরিজ। শেষটিতে জিতে মান বাঁচায় নিজেদের।
সেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আগামীকাল মঙ্গলবার (২৮ মে) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়।
সর্বশেষ ম্যাচে জয় আত্মবিশ্বাস জোগাবে বাংলাদেশকে। বিশ্বকাপ শুরুর আগে নিজেদের ভুলগুলো সামলে নেওয়াই এখন লক্ষ্য শান্ত-সাকিবদের। প্রস্তুতি ম্যাচে জয়-পরাজয়ের চেয়ে বড় বিষয়, নিজেদের প্রস্তুতি কেমন হলো। যেখানে বেশ পিছিয়ে বাংলাদেশ। দেশের মাটিতে জিম্বাবুয়ে সিরিজের পর যুক্তরাষ্ট্র সিরিজ, বিশ্বকাপের আগে আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পেলেও হেলায় হারিয়েছেন আমাদের ক্রিকেটাররা।
অনুশীলনে ক্রিকেটারদের মধ্যে আজ বেশ দৃঢ়তা দেখা গেছে। যেটি ইতিবাচক দিক। সিরিজ হেরে যুক্তরাষ্ট্রকে আর হালকাভাবে দেখছে না বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ হলেও জিততে মরিয়া দল। তাই ম্যাচের আগেরদিন অনুশীলনে ঘাম ঝরিয়েছেন সব ক্রিকেটার। বিশেষত লিটন, সৌম্য, শান্তরা বেশিরভাগ সময় কাটিয়েছেন ব্যাটিং অনুশীলনে।
আগের ম্যাচগুলো ভুলে নতুনভাবে সামনের দিকে নজর দিতে পারলে আখেরে দলেরই লাভ। দুটি প্রস্তুতি ম্যাচে নিজেদের শক্তিমত্তা যাচাই করা এবং সিদ্ধান্ত গ্রহণে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বিচক্ষণ হয়ে ওঠা বেশ জরুরি। বড় মঞ্চে পার্থক্য গড়ে দেয় ছোট ছোট ভুল। টি-টোয়েন্টি ক্রিকেটের স্থায়িত্ব কম হওয়ায় চ্যালেঞ্জও বেশি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটি তাই যতটা প্রতিপক্ষকে হারানোর, তার চেয়ে ঢের বেশি নিজেদের পরখ করার।
বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মেহেদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।