আবারও বাংলাদেশকে হারাতে চায় নেদারল্যান্ডস
টি-টোয়েন্টি ফরম্যাটে নেদারল্যান্ডসের বিপক্ষে চার দেখায় তিনটিতে জিতেছে বাংলাদেশ। ভিন্ন চিত্র ওয়ানডেতে। মুখোমুখি তিন লড়াইয়ের দুটিতে জয়ের হাসি ডাচদের। দুটিই আবার বিশ্বকাপের মঞ্চে। ২০১১ বিশ্বকাপের পর সর্বশেষ গত বিশ্বকাপে লাল-সবুজের প্রতিনিধিদের নাস্তানাবুদ করেছে অরেঞ্জ আর্মিরা। ভারত বিশ্বকাপে ৮৭ রানের বিশাল হারের ক্ষত এখনও শুকায়নি।
এর মধ্যে আরেকটি বিশ্বকাপের ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। ফরম্যাট অবশ্য টি-টোয়েন্টি। তবে, ওয়ানডে বিশ্বকাপের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণের বিশ্ব আসরেও বাংলাদেশকে হারাতে চান ডাচ ক্রিকেটার লোগান ফন বিক।
বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডসের ম্যাচ আজ বৃহস্পতিবার (১৩ জুন)। কিংসটাউনের আর্নোস ভ্যালি স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। এর আগে সংবাদ সম্মেলনে ডাচ বোলার ফন বিক জানান, বাংলাদেশকে আবারও হারাতে চান তারা।
ফন বিক বলেন, ‘এই ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে আমাদের সবচেয়ে বড় ম্যাচ এটিই। বাংলাদেশের বিপক্ষে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। ওয়ানডে বিশ্বকাপে তাদের হারিয়েছি। ফরম্যাট ভিন্ন হলেও আমরা জিততে চাইব। আমাদের ছেলেরা সবাই প্রস্তুত।’
এর আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমরা গত কয়েকটি ম্যাচ যেভাবে খেলেছি, সেটি দারুণ। ছেলেরা পরিশ্রম করছে। আগামী ম্যাচে জয়ের প্রত্যাশা আছে। আমরা এখন যে পর্যায়ে আছি, আমার মনে হয় বাংলাদেশের সুপার এইটে যাওয়া উচিত।’