‘মুস্তাফিজ আমাদের জাতীয় বীর’
পুরো ক্রিকেট বিশ্ব এখন তাঁর প্রশংসায় পঞ্চমুখ। আর ক্রিকেট বোদ্ধারা তো রীতিমতো অবাক হচ্ছেন, এই তরুণ বাঁ-হাতি পেসারের বোলিং বৈচিত্র্য দেখে। বাংলাদেশের বোলিং বিস্ময় মুস্তাফিজুর রহমানের কথাই হচ্ছে। যিনি এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাতাচ্ছেন।
এবার মুস্তাফিজের প্রশংসা করেছেন আইসিসির সাবেক প্রেসিডেন্ট ও বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এই পেসারকে জাতীয় বীর বলে আখ্যা দিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ মুস্তাফিজ এই মুহূর্তে আমাদের জাতীয় বীর। সে আমাদের দেশের সম্মান বাড়িয়ে দিচ্ছে। আমাদের মাথা উঁচু করে তুলেছে। তাঁর কাছে আমারা কৃতজ্ঞ। আমরা দোয়া করি সে তাঁর পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখুক।’
এই বাঁ-হাতি পেসারকে মন্ত্রী বিশ্বের এক নম্বরে বোলার মনে করেন, ‘ আমি মনে করি মুস্তাফিজ এই মুহূর্তে বিশ্বের এক নম্বর বোলার। এতে কোনো সন্দেহ নেই। ভবিষ্যতে সে আরো অনেক দূর যাবে বলেও আমার বিশ্বাস।’
পরিকল্পনামন্ত্রী শুধু মুস্তাফিজের প্রশংসা করে থামছেন না। তাঁর ছবি এনইসির সম্মেলন কক্ষের দেয়ালেও লাগিয়েছেন, বাইরেও লাগিয়েছেন। আরো অনেক জায়গায় এই তরুণ পেসারের ছবি টাঙানো হবে বলে সংবাদমাধ্যমকে জানান তিনি।
এ ছাড়া একনেকের বৈঠকে মুস্তাফিজকে নিয়ে আলোচনা হয়েছে এবং তাঁর প্রশংসা করা হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী।