ভিন্নমতের কারণে হত্যা হলে পৃথিবী বাসযোগ্য থাকবে না
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘ভিন্নমতের কারণে যদি মানুষকে হত্যা করতে হয়, তাহলে পৃথিবী মানুষের বাসযোগ্য থাকবে না। তবে উগ্র মতাদর্শ আমি সমর্থন করি না, তেমনি অন্যদেরও তা সমর্থন করতে বারণ করব।’
আজ মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট মাজার মসজিদে হজরত শাহ খাজা শরফুদ্দীন চিশতি (রহ.)-এর উরসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এ আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন, বিচারপতি আনোয়ারুল হক, বিচারপতি নুরুজ্জামান, মাজার কমিটির সদস্য সচিব ও সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ প্রমুখ।
অনুষ্ঠানে মাজার কমিটির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ১৩১ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়।
প্রধান বিচারপতি তাঁর বক্তব্যে বলেন, ‘বর্তমান সমস্যাসংকুল বিশ্বে যেখানে মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, যেখানে সন্ত্রাস ব্যাপক আকার ধারণ করছে। দেশে দেশে হানাহানি ও যুদ্ধবিগ্রহ চলছে। নিরীহ মানুষের রক্ত ঝরছে। যেখানে আন্তধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বিনষ্ট হচ্ছে। রাজনৈতিক ও ধর্মীয় মতপার্থক্য এবং আচরণের ভিন্নতা সহ্য করা হচ্ছে না। সেখানে এই মহামানবগণের অনুপম আদর্শ ও সার্বজনীন শিক্ষা অনুসরণই বহু প্রত্যাশিত শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে পারে।’
বাংলাদেশকে ধর্মীয় সম্প্রীতির দেশ আখ্যা দিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘এটা অস্বীকার করার সুযোগ নেই, বরং দৃঢ়ভাবে বলা যায় বিশ্বের অন্য যে কোনো দেশের জন্য বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির এক উদাহরণ। অন্য ধর্মাবলম্বীরাও এখানে নিষ্ঠার সঙ্গে ধর্মীয় সম্প্রীতির আবহে তাদের ধর্ম-কর্ম পালন করছে। এটি এ দেশের ঐতিহ্য ও গর্ব।’
তবে এই সম্প্রীতি বিনষ্ট করতে উগ্র মতাদর্শের মানুষের উপস্থিতিও মাঝেমধ্যে দেখা যায়। সেই মতাদর্শ সমর্থন না দেওয়ার আহ্বান জানিয়ে সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘মাঝে মধ্যে সংবাদপত্রে ধর্মীয় বিভেদের কারণে খুন, মারামারি এবং ভাঙচুরের সংবাদ দেখা যায়। এটা যে কেবল ভিন্ন ধর্মাবলম্বী হওয়ার কারণে তা নয়, মুসলিমদের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যেও এ রকম ঘটতে দেখা যায়। এক ধর্মের লোক অন্য ধর্মাবলম্বীদের সহ্য করতে না পারা অথবা ভিন্ন মতের কারণে যদি মানুষকে হত্যা করা হয় তাহলে পৃথিবী মানুষের জন্য বাসযোগ্য থাকবে না। আমি বিশ্বাস করি এ উগ্র মতাদর্শকে আমি যেমন সমর্থন করি না, আপনারাও নিশ্চয়ই করবেন না।’