যে কারণে বিগ ব্যাশে খেলবেন না রিশাদ!
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অন্যতম প্রাপ্তি ছিলেন রিশাদ হোসেন। ব্যাটে-বলে নজর কাড়েন সবার। প্রশংসার পাশাপাশি ডাক পেয়েছেন বিগ ব্যাশে (বিবিএল)। আইপিএলের পরই অস্ট্রেলিয়ার ঘরোয়া এই টুর্নামেন্টকে ধরা হয় সবচেয়ে সেরা টি-টোয়েন্টি লিগ।
তবে, দল পেয়েও বিগ ব্যাশে খেলা হচ্ছে না রিশাদের। একই সময়ে বিপিএল থাকায় তার অস্ট্রেলিয়ায় না খেলার শঙ্কাই বেশি। মূলত, বিপিএলে ফরচুন বরিশালের সাথে চুক্তি থাকায় বিবিএলে না খেলার সিদ্ধান্ত নিতে হচ্ছে রিশাদকে।
এর আগে গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার সিডনিতে বিগ ব্যাশ ড্রাফটের চতুর্থ রাউন্ড থেকে রিশাদকে দলে নিয়েছে হোবার্ট হারিকেন্স। যে দলে হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে আছেন তাসমানিয়ার সবচেয়ে বিখ্যাত ক্রিকেটার রিকি পন্টিং। এর আগে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শুধু সাকিব আল হাসানই বিগ ব্যাশে খেলেছেন।
ইতোমধ্যে রিশাদের বদলি হিসেবে আফগানিস্তানের বাঁহাতি স্পিনার ওয়াকার সালামখিলকে দলে নিয়েছে হোবার্ট। বিবিএলের ১৪তম আসরে হোবার্ট হারিকেন্সের হয়ে তিনটি ম্যাচ খেলার কথা ছিল রিশাদের। কিন্তু, সময়ের বাধায় তা হয়ে উঠছে না।
আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে বিবিএল। চলবে ২০২৫ সালের ২৭ জানুয়ারি পর্যন্ত। অন্যদিকে, ৩০ ডিসেম্বর বিপিএল শুরু হয়ে চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।