বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ইচ্ছুক নয়াদিল্লি : ভারতের হাইকমিশনার
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায়ে রেখে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে যাবে নয়াদিল্লি। আমাদের পরস্পর নির্ভর অনেকগুলো বিষয় রয়েছে, যা দুদেশের জন্যই গুরুত্বপূর্ণ। সর্বশেষ দুই মাসে আমাদের পরস্পর সহযোগিতার জন্য ইতিবাচক কিছু উন্নয়ন হয়েছে। আমাদের অনেক ইতিবাচক বিষয় রয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছি। কোনো নির্দিষ্ট একটি ইস্যু দিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক মূল্যায়ন করা যাবে না বলেও জানান ভারতীয় হাইকমিশনার।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন প্রণয় ভার্মা। এর আগে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও পতাকা পুড়িয়ে দেওয়ার ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা।
অপর এক প্রশ্নের জবাবে প্রণয় ভার্মা বলেন, আমরা আমাদের আলোচনা চলমান রাখবো, আজকের বৈঠক তেমনই একটি বিষয়। আমাদের বিস্তৃত সম্পর্ক রয়েছে, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক রয়েছে। আমরা একটি ইস্যু দিয়ে সেটি মূল্যয়ন করতে পারব না।
এর আগে ভারতের আগরতলায় গতকাল সোমবার (২ ডিসেম্বর) বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালায় দেশটির কট্রর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। তারা বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালায়। এ ছাড়া মুম্বাইয়ের বাংলাদেশ উপহাইকমিশনের সামনে বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) আয়োজনে বিক্ষোভ হয়।
আগরতলার হামলার বিষয়টি পূর্বপরিকল্পিত উল্লেখ করে নিন্দা ও কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার ঘটনা বাংলাদেশ সরকারকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে। ঘটনাপ্রবাহ দেখে এটা প্রমাণিত হয়েছে যে হামলাটি পূর্বপরিকল্পিত। এ ঘটনা কূটনৈতিক সম্পর্কবিষয়ক ভিয়েনা সনদের লঙ্ঘন।
রতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনকে নিরাপত্তা দিতে ভারত সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি ভারত সরকারের এই ব্যর্থতার নিন্দা জানান। একইসঙ্গে তিনি বলেছেন, ভারতকে বুঝতে হবে, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়।