বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করলে ভারতও ভালো থাকবে না : সাখাওয়াত হোসেন
নৌ পরিবহণ মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারত বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করলে তারাও ভালো থাকবে না। বাংলাদেশের ১৮ কোটি মানুষ চুপ করে বসে থাকবে না।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএর বিআরডব্লিউটিপি-১ প্রকল্পের লঞ্চঘাট মাল্টিপারপাস জেটি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সাখাওয়াত হোসেন।
ভারতে উগ্র হিন্দুরা আগরতলাসহ দেশটি কয়েকটি শহরে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও হামলার চেষ্টার বিষয়ে জানতে চাইলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেন, ভারতের কিছু মিডিয়া ও পলিটিকাল পার্টি ভোট পাওয়ার জন্য এটা করছে। বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় তাহলে তারাও ভালো থাকতে পারবেন বলে মনে হয় না। ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটা ভারত সরকার সমতার ভিত্তিতে এগিয়ে নিয়ে যাবে বলে আমরা মনে করি।