ফরিদপুর বাসমালিক গ্রুপের সভাপতিকে হত্যাচেষ্টা, আটক ২
ফরিদপুর জেলা বাসমালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান সিদ্দিকীকে হত্যাচেষ্টার ঘটনায় রিপন ও সোহাগ নামের দুজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (৩০ ডিসেম্বর) রাতে এ দুজনকে আটক করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, বাসমালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান আজ সন্ধ্যায় মসজিদ থেকে বের হওয়ার সময় পাঁচ-ছয়জন সন্ত্রাসী অস্ত্র নিয়ে হামলা করে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে রেজাউল করিম সজল নামে এক লোক আহত হন।
ওসি আরও জানান, এ ঘটনায় পরে দুজনকে আটক করা হয়। আটক রিপন সেখ ও সোহাগ মোল্লার কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। রিপনের নামে থানায় একাধিক মামলা রয়েছে।
বাসমালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান সিদ্দিকী বলেন, নামাজ পড়ে বের হওয়ার পরই কয়েকজন আমাকে ঘিরে হামলা করার চেষ্টা করে। এ সময় মসজিদের অন্য মুসল্লিদের চেষ্টায় আমি রক্ষা পাই। ঘটনার সঠিক তদন্ত করে ন্যায়বিচার দাবি করছি।