তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১২৬
চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১২৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০০ জনেরও বেশি। নেপাল, ভুটান, বাংলাদেশ ও ভারতের উত্তরাঞ্চলের কিছু অংশে কম্পন অনুভূত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানিয়েছে, মঙ্গলবারের (৭ জানুয়ারি) ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.১। অপরদিকে চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) ৬.৮ মাত্রার ভূমিকম্প রেকর্ড করেছে।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল তিব্বতের ডিংরি কাউন্টির শিগাতসে, এই শহরটি মাউন্ট এভারেস্টের চীনের দিকে অবস্থিত। এখানে প্রায় ৬২ হাজার লোকের বাস।
শিগাতস হলো তিব্বতে বৌদ্ধধর্মের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব পঞ্চেন লামার আসন, দালাই লামার পরেই যার আধ্যাত্মিক কর্তৃত্ব।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে আঘাত হানা ভূমিকম্পে এক হাজারের বেশি বাড়িঘর বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি বলছে, ‘ডিংরি কাউন্টি এবং এর আশপাশের এলাকায় খুব শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে এবং ভূকম্পন কেন্দ্রের কাছাকাছি অনেক ভবন ধসে পড়েছে।’
সিনহুয়া জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১২৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং ১৮৮ জন আহত হয়েছে।