নিষেধাজ্ঞার সাজা জুটল ভিনিসিয়াসের
বল পায়ে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করেন তিনি। দলের একের পর এক গোলে রাখেন অবদান। তবে, মাঠে নিয়মিত মেজাজ হারিয়ে পড়েন ভোগান্তিতে। বলছি ব্রাজিলিয়ান তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রের কথা। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। তার এমন শাস্তি মেনে নিতে পারছেন না অনেকেই।
সম্প্রতি ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে মেজাজ হারিয়ে লালকার্ড দেখেন ভিনিসিয়াস। শেষ পর্যন্ত ১০জনের দল নিয়েও রিয়াল ম্যাচটা জিতলেও শাস্তি পান ভিনি। রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি অবশ্য এই লাল কার্ডকে অন্যায্য সিদ্ধান্ত বলে মনে করেন।
ভ্যালেন্সিয়া গোলরক্ষক দিমিত্রিয়েভস্কির মাথায় হাত দিয়ে আঘাত করায় লিগে ভিনিসিয়াসকে এ শাস্তি দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এর ফলে লাস পালমাস ও রিয়াল ভায়োদোলিদের বিপক্ষে রিয়ালের পরবর্তী দুটি লিগ ম্যাচে খেলতে পারবেন না এই তারকা ফুটবলার।
অবশ্য সে ম্যাচে ভিনির মেজাজ হারিয়ে সরাসরি লাল কার্ড দেখার পেছনে দিমিত্রিয়েভস্কির উসকানি ছিল। ৭৬ মিনিটে মেসিডোনিয়ান এই গোলকিপার পেছন থেকে ভিনির চুল টেনে ধরেছিলেন। এরপর আর নিজের মেজাজ ধরে রাখতে পারেননি রিয়াল তারকা। অবশ্য ভিনির এই শাস্তি মেনে নিতে পারছেন না অনেকেই।
দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ার পর অন্য বিতর্কও উঠেছে স্পেনে। দেশটির সংবাদমাধ্যম ‘এল মুন্দো দেপোর্তিভো’র দাবি, ভিনির ক্ষেত্রে আরএফইএফের এক আইন, অন্যদের ক্ষেত্রে অন্য রকম আইন। সমর্থকদের অনেকের মতে, নিয়ম অনুযায়ী ভিনির শাস্তি আরও বড় হওয়া উচিত ছিল। গুরু পাপে লঘু দণ্ড পেয়েছেন ভিনি, এমনটাই জানাচ্ছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো।